প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া জীবন
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান। তবে পরিবর্তনের এই ধারা কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক। যা নির্ভর করে ব্যবহারকারীর মানসিকতার ওপর। প্রযুক্তির ব্যবহারের নানা দিক নিয়ে ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী লরা দে রেন্যাল। বিবিসি অবলম্বনে লিখেছেন সালাহ উদ্দিন মাহমুদ-
অ্যাংরি বার্ড
বাংলাদেশের রাজধানী ঢাকার একটি রাস্তার পাশে চায়ের দোকানের বেঞ্চে বসে দু’জন মিলে তাদের স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে অ্যাংরি বার্ড গেমস খেলছে।
ডাউনলোড
বাংলাদেশি একটি সেলুনে জোরে জোরে গান বাজছে। যেখানে বসে আপনি গান ডাউনলোডও করতে পারবেন। এমনকী চুল কাটানোর পাশাপাশি মেমোরি কার্ড বা ব্লুটুথ সংযোগের মাধ্যমে ফোনে গান বা যেকোনো ফাইল নিতে পারবেন। এতে কোনো মেগাবাইট খরচ করতে হবে না।
অনলাইন শপ
এসময়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছোট-বড় ব্যবসা করা সম্ভব। যেমন- ছবিতে কেনিয়ান এই কসাই অনলাইনের মাধ্যমে ব্যবসা করে থাকেন।
পোকেমন
ভারতের ছোট একটি বস্তির টয়লেটের ভেতরে গোপনে একটি পোকেমন আর্কেড মেশিন চালু করার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিতে এমন ব্যবস্থা।
ইন্টারনেট নিষিদ্ধ
সামাজিক অবক্ষয় রোধে বা অপরাধ এড়াতে ভারতের কিছু সম্প্রদায়ের নারীদের ওপর ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এসইউ/জেআইএম