নোংরা পানিতেই জীবিকা যাদের
বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নানাভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কিছু কাজ আবার বেশ কষ্টকর, শ্রমসাধ্য। আবার এমন কিছু কাজ আছে যেগুলো সাধারণত কেউই করতে চান না।
এমনি একটি পেশা হচ্ছে - সুইপার। ড্রেন, ম্যানহোল বা টয়লেটের ময়লা পরিস্কার করার এই কাজটি অনেকেই ঘৃণার চোখে দেখেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কেউ যদি এই কাজটি না করত তবে পরিস্থিতি কি হতো?
সুইপারের কাজটি মানুষের চোখে যত ছোটই হোক না কেন আসলে এই কাজ যারা করছেন তাদের সম্মান করা উচিত। অনেক সময় ম্যানহোলের ভেতরে ঢুকে ময়লা পরিস্কার করতে হয় তাদের। ঢাকার এমন পেশার মানুষদের নিয়ে ডেইলি মেইলের ফটো পোস্ট।
টিটিএন/এএ/পিআর