ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

শখের জিনিস সংগ্রহ করেন তারা : শেষ পর্ব

মাহবুবর রহমান সুমন | প্রকাশিত: ০২:১৯ এএম, ২২ মার্চ ২০১৭

মানুষের শখের কোনো শেষ নেই। শখ করে মানুষ অনেক কিছুই করে। যেমন অনেকেই শখ করে ডাক টিকিট সংগ্রহ করেন। সংগ্রহের তালিকায় এমন হাজারো জিনিস রয়েছে। আমরা এমন ১৫ জনের সঙ্গে পরিচিত হবো; যারা শখের বশে বিভিন্ন জিনিস সংগ্রহ করেন। শেষ পর্বে আমরা জানবো ৫ জন সম্পর্কে।

ডেভ ক্লাইনা
eleven
শখের বসে অনেক বছর ধরে ডেভ ক্লাইনা বহুকালের বিভিন্ন নামিদামি বন্দুক সংগ্রহ করে রেখেছেন।

লুইজি লিনা
tewelve
ইতালির ৭৯ বছর বয়সী লুইজি লিনা একজন পাথর সংগ্রাহক। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি এই কাজ করে আসছেন। কতগুলো পাথর সংগ্রহ করেছেন তা গণনা করতে চান না তিনি।

মেরি হিকি
thirteen
আয়ারল্যান্ডের হিকি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে পুতুল সংগ্রহ করেছেন।এই সময়ে তিনি প্রায় ৪২০ টি মূল্যবান পুতুলের মালিক হয়েছেন।

ইভেট দোডেন
fourteen
পূর্ব বেলজিয়ামের ইভেট দোডেন একজন বক্স সংগ্রাহক। তিনি ২২ বছরের বেশি সময় ধরে বিভিন্ন প্রকারের ৫৬ হাজার ৮শ’ খালি বক্স সংগ্রহ করেছেন। আর সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন নিজের একটি কক্ষে।

টমাস হুই
fethteen
সংগ্রাহক টমাস হুই হংকংয়ের সাবেক ব্যাংক কর্মচারী। তিনি শখের বশে ব্যাজ সংগ্রহ করেন। তিনি এ পর্যন্ত প্রায় ১০০ জনের খ্যাত মানুষের ব্যাজ সংগ্রহ করেছেন।

এসইউ/আরআইপি

আরও পড়ুন