ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

রাশিফল : ০৯ এপ্রিল

প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৯ এপ্রিল ২০১৫

মেষ:  ব্যবসায় গোপন শত্রুতায় অশান্তি বৃদ্ধি ও মানহানির আশঙ্কা। কলাবিদ্যায় কৃতিত্বের স্বীকৃতি। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ।

বৃষ: কর্মস্থলে দলাদলি থেকে দূরে থাকতে গিয়ে কুচক্রীর বিষনজরে পড়ার আশঙ্কা। নানাভাবে অর্থাগম। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ।

মিথুন: উদ্যমের অভাবে কর্মপরিকল্পনা ভণ্ডুল হতে পারে। বেফাঁস মন্তব্যে কর্মস্থলে বিড়ম্বনা বাড়বে। প্রেমপ্রণয়ের মেঘ কেটে যাবে।

কর্কট: দেরিতে হলেও কর্মকুশলতার স্বীকৃতির যোগ। একাধিক পথে উপার্জন বৃদ্ধির সুযোগ। দীর্ঘদিনের কোনো বন্ধুর কাছ থেকে আঘাত আসতে পারে।

সিংহ: কর্মে উন্নতির ইঙ্গিত ও বদলির সম্ভাবনা। বাধাবিপত্তি কাটিয়ে প্রেমপ্রণয়ে সাফল্য। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

কন্যা: গবেষণায় মৌলিক অবদানের স্বীকৃতির যোগ। ধৈর্য ও মনোবলে শত্রুর মোকাবিলা।

তুলা: শত্রুর মোকাবিলার জন্য আইনি প্রস্তুতি দরকার। অন্যমনস্কতা বা উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। স্বজনদের প্রতারণায় মানসিক ক্লেশ।

বৃশ্চিক:  শেষ সময়ে পদোন্নতি পিছিয়ে যাওয়ার আশঙ্কা। মিষ্ট ভাষণে বিরূপতা কাটিয়ে কার্যোদ্ধার। স্পন্ডিলাইটিস জাতীয় পীড়ায় সমস্যা।

ধনু:  পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তায় বিপন্মুক্তির আশা। সম্পত্তি সংস্কারে পড়শির বাধা। অপ্রিয় বাক্যে অন্যকে আঘাত করতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা।

মকর:  অত্যধিক উচ্চাভিলাষ পরিতাপের কারণ হয়ে উঠতে পারে। বুদ্ধিবলে শত্রুর হাত থেকে মুক্তি। কাছেপিঠে ভ্রমণ।

কুম্ভ:  ব্যবসা সূত্রে আয় বৃদ্ধির হদিস। দুঃস্থকে সাহায্য করতে গিয়ে বিপত্তি। সংক্রমণজনিত জ্বরজ্বালায় দুর্ভোগ।

মীন:  সৃষ্টিশীল কাজে সাফল্য ও সম্মান লাভের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে। সন্তানকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা।

এআরএস/বিএ/পিআর