ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

মরা গাছে প্রাণ ফেরান তিনি!

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০১ মার্চ ২০১৭

মরা গাছ বা কাঠ আমাদের কাছে জ্বালানী হলেও তার কাছে শিল্প। মরা গাছের কাঠে আমরা আগুন জ্বালি আর তিনি সেই কাঠে সঞ্চার করেন প্রাণ। বলছিলাম জাপানি শিল্পী নাগাতো ইওয়াসাকির কথা। মরা গাছে তার মত শৈল্পিক ছোঁয়ায় প্রাণের সঞ্চার করতে হয়তো আর অন্য কেউ পারে না।

art
যে সব গাছ বয়সের ভারে শুকিয়ে হয়েছে কাঠ, ঝড়ের দাপটে হারিয়েছে প্রাণ, সে সব মরা গাছই তার ক্যানভাস। তিনি তাদেরকে সযত্নে তুলে নিয়ে আসেন। তারপর নিজের হাতের শৈল্পিক ছোঁয়ায় মরা গাছে এক অন্যরকম প্রাণ ফিরিয়ে দেন জাপানের এই শিল্পী। পরিচর্যা করে মরা সেই গাছ ও কাঠ দিয়ে আস্তে আস্তে তৈরি করেন মানব আকৃতি। তার এই শিল্প দেখতে কঙ্কালসার মানবদেহের মত। তিনি তার এই কঙ্কালসার ভাস্কর্যগুলোকে সাজিয়ে রাখেন জঙ্গলের মধ্যে বা মিউজিয়ামে।  

art
১৯৮৩ সাল থেকে নানা বিষয় নিয়ে কাজ করছেন জাপানি শিল্পী ইওয়াসাকি। কাঠের ভাস্কর্যের পাশাপাশি তিনি  ডিজিটাল ড্রয়িং, স্কেচ এবং তৈলচিত্র নিয়েও কাজ করেন।

এসইউ/পিআর

আরও পড়ুন