রাশিফল : ০৮ এপ্রিল
মেষ: অপ্রিয় সত্যকথায় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বিরাগভাজন হতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত। গুরুজনের শারীরিক সমস্যায় কাজকর্মে ব্যাঘাত।
বৃষ: কথাবার্তায় নমনীয় ভাবের জন্য স্বজনমহলে জনপ্রিয়তা বাড়তে পারে। ললিতকলার চর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা বাড়বে।
মিথুন: অকারণ বিতর্কবিবাদ এড়াতে না-পারলে সমস্যা হতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইদের সঙ্গে মনোমালিন্য।
কর্কট: বিবাদ মিটিয়ে সম্পত্তি উদ্ধারের উপায় হতে পারে। কর্মে পরিবর্তন ও স্থানান্তরে প্রতিষ্ঠার আশা উজ্জ্বল। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে সমস্যা বাড়বে।
সিংহ: উপার্জনের বিকল্প পন্থায় সাফল্যের সূচনা। প্রবাসী প্রিয়জনের ঘরে ফেরার খবর মিলতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি।
কন্যা: বেয়াড়া কর্মীকে ঘিরে ব্যবসায় জটিলতা। নিকটজনের অনৈতিক কাজকর্মে পরিবারে অসন্তোষ। জ্ঞানী ব্যক্তির সাহচর্যে শান্তির পথ সন্ধান।
তুলা: পড়শির উস্কানিতে পরিবারে অশান্তি। জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। দুর্ঘটনায় মুখমণ্ডলে আঘাত লাগার আশঙ্কা।
বৃশ্চিক: বির্তকবিবাদে জড়িয়ে পড়ার পরিণাম গুরুতর হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে সমস্যামুক্তির আশা।
ধনু: অতিরিক্ত সরলতা বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার আশা।
মকর: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে বিকল্প কর্মসংস্থানের সুযোগ। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। টিউমার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি।
কুম্ভ: বাঁকা পথে উপার্জন বাড়াতে গিয়ে বিপদের আশঙ্কা। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধ।
মীন: একাধিক পথে বাড়তি উপার্জনের সুযোগ। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনো মহিলাকে ঘিরে পরিবারে অশান্তি।
এআরএস/বিএ/এমএস