ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

শেষ হচ্ছে জিরো ফিগারের যুগ!

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

মডেল হওয়ার স্বপ্নে বিভোর থাকা তরুণীরা নাওয়া খাওয়া ছেড়ে নিজের শরীরকে  জিরো ফিগার বানানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। কিন্তু শরীরের উপর এতো কসরতে বাধ সাধলো ফ্রান্স সরকার!

জানা যায়, ক্ষীণকায় মডেলদের ক্যাটওয়াক নিষিদ্ধে একটি আইনের পক্ষে দেশটির আইনপ্রণেতারা ভোট দিয়েছেন। ওয়াল স্ট্রীট জার্নালে সাম্প্রতিক প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায় যে, কেউ উচ্চতা অনুযায়ী নির্ধারিত ওজনের (বিএমআই) নিচে হলে মডেল হিসেবে যোগ্যতা হারাবে। এমন একটি আইনের পক্ষে গত শুক্রবার ফ্রান্সের জাতীয় পরিষদের বেশীর ভাগ সদস্যরা ভোট দিয়েছেন।

এছাড়াও এই আইন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান কম ওজনের মডেলদের নিয়ে কাজ করবে তাদের ৭৫ হাজার ইউরো ( ৮২ হাজার ৪৬০ ডলার) এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আরো জানা যায়, ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের আইনপ্রণেতা ও চিকিৎসক অলিভিয়ার ভেরন এই বিষয়টি সামনে আনেন।

এলএ/আরআই