ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

যেমন আছেন বিএনপি কার্যালয়ের রুস্তম আলী

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৬ এপ্রিল ২০১৫

বিএনপির নয়াপল্টন কার্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখানে কর্মচারী হিসেবে কাজ করছেন রুস্তম আলী। দলটির সংকটে ও সুসময় সব মুহুর্তের সাক্ষী ছিলেন এই ব্যক্তি। গত তিন মাস যাবত নয়াপল্টন কার্যালয়টি তালাবদ্ধ থাকায় দুবির্ষহ জীবন যাপন করতে হয়েছে তাকে।

রুস্তম আলী জাগো নিউজকে জানান, তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। নয়াপল্টনে বিএনপি অফিস প্রতিষ্ঠার পর থেকেই তিনি এখানে কাজ করছেন। তবে গত তিন মাস কার্যালয়টি বন্ধ থাকায় অনেক সংকটে পড়ে গেছেন তিনি।

তিনি জানান, অফিসটি হঠাৎ করে তালাবদ্ধ করার কারণে তার ডায়বেটিসের কোনো কাগজপত্র এখান থেকে নিতে পারেননি। ফলে অসুস্থ্যতাজনিত কারণে অনেক ভােগান্তি পোহাতে হয়েছে তাকে।

রুস্তম আলী আরও জানান, গত তিনমাস ধরে বেতন না পাওয়ায় পারিবারিকভাবেও বিপর্যয়ের মধ্যে পড়েছেন তিনি। গ্রামে তার একমাত্র প্রতিবন্ধী ছেলে ও তার স্ত্রীকে নিয়ে কষ্টে সময় কাটাতে হয়েছে তাকে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের অবস্থা ভালো হলে এই সংকট কেটে যাবে। সব কিছু শিগগিরই আগের মতো ঠিক হয়ে যাবে।

এমএম/বিএ/এমএস