ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

ইতালিতে ভিসা আবেদন প্রক্রিয়া

প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৬ আগস্ট ২০১৪

ইতালির ভিসার জন্য শুধুমাত্র ইতালিয়ান ভিসা এন্ড লিগালাইজেশন সেন্টারে ভিসা আবেদন জমা দেয়া যাবে।

ঠিকানা:
জেড এন টাওয়ার, দ্বিতীয় তলা, প্লট: ২, সড়ক: ৮, ব্লক: এস ডাব্লিউ ১, গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকা- ১২১২।
হেল্পলাইন: +88-02 9895742, ই-মেইল:[email protected].ওয়েবসাইট: http://www.vfsglobal-it-bd.com

সময়সূচি:

    সকাল ০৯.০০ টা থেকে দুপুর ০১.০০ টা এবং দুপুর ০২.০০ থেকে বিকাল ০৫.০০
    ভিসা আবেদনকারীদের সকাল ০৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টার মধ্যে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
    লিগালাইজেশনের জন্য  দুপুর ০২.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
    পাসপোর্ট বা অন্য ডকুমেন্ট ডেলিভারি: বিকাল ০৪.০০ টা থেকে বিকাল ০৫.০০ টা।
    এপয়েন্টমেন্টের জন্য সকাল ০৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা।

 ভিসা আবেদেনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

    ১.যথাযথভাবে পূরণকৃত এবং আবেদনকারীর সাক্ষরযুক্ত ভিসা আবেদন ফরম।
    ২.দুই কপি ছবি যা VFS ফটো বুথ থেকে তুলতে হবে।
    ৩.মূল পাসপোর্ট এবং পাসপোর্টের দু’টি ফটোকপি।
    ৪.অন্যান্য আনুষঙ্গিক প্রমাণপত্র।
    ৫.ভিসা আবেদনপত্র এবং VFS সার্ভিস চার্জ।

 প্রক্রিয়া:
ভিসা এপ্লিকেশন এন্ড লিগালাইজেশন সেন্টারে আবেদনপত্র জমা দেয়ার পরের কর্মদিবসেই আবেদনপত্র পাঠিয়ে দেয়া হয় ঢাকাস্থ ইতালি দূতাবাসে। ইতালি দূতাবাসে সাক্ষাতের একটি তারিখ  দেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ভিসা এপ্লিকেশন এন্ড লিগালাইজেশন সেন্টারে পাঠিয়ে দেয়া হয়।

সংক্ষিপ্ত অবস্থান বা সি-টাইপ ভিসার ক্ষেত্রে ৬ বছর বা তার কম বয়সী শিশুদের ভিসা ফি লাগে না।
    সংক্ষিপ্ত অবস্থান বা সি-টাইপ ভিসার ক্ষেত্রে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ভিসা ফি ৩৬৭৫ টাকা।
    ইউরো এবং টাকার  বিনিময় হার পরিবর্তিত হয়, কাজেই আবেদনের সময় তখনকার ভিসা ফি কত সেটা জেনে নিতে হবে।
    ভিএফএস-এর সার্ভিস ফি হিসেবে আবেদনকারীকে ১৬০০ টাকা দিতে হবে।
    ইতালির ভিসা এবং লিগালাইহেশন সেন্টারে ব্র্যাক ব্যাংকের একটি বুথ আছে এখানে টাকা জমা দিতে হয়। পেমেন্ট প্রসেসিং ফি হিসেবে ২৩০ টাকা অতিরিক্ত জমা দিতে হয়।
    লিগালাইজেশন আবেদনের ক্ষেত্রে প্রতিটি ডকুমেন্টের জন্য সার্ভিস ফি হিসেবে ৪০০ টাকা (ভ্যাট সহ) দিতে হয়।
    ভিসা ফি এবং ভিএফএস সার্ভিস চার্জ অফেরতযোগ্য।
     

ব্যবসা, ভ্রমণ, রি-এন্ট্রি এবং লিগালাইজেশন ছাড়া অন্য সব ধরনের আবেদনকারীকে অনলাইনে এপয়েন্টমেন্ট করে তবেই ভিএফএস-এ ভিসা আবেদনপত্র জমা দিতে হবে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রের সাথে এপয়েন্টমেন্ট লেটারের প্রিন্ট কপিও জমা দিতে হবে।

ভিএফএস সম্পর্কে কোন মতামত বা অভিযোগ থাকলে [email protected] এই ঠিকানায় ই-মেইল করা যাবে বা ফ্যাক্স পাঠানো যাবে +88 02 8852716 নম্বরে। আবার সরাসরি গিয়েও অভিযোগ জানানো যায়। অভিযোগের বিস্তারিত দেবার পাশাপাশি নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্যও দিতে হবে। আর ভিসা আবেদনকারী হলে আবেদনের ধরণ, জন্ম তারিখ, আবেদন নম্বর ইত্যাদি তথ্যও দিতে হবে। দুই কর্মদিবসের মধ্যে জবাব দেয়া হয়।