ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

খোলা হলো সান ডিয়েগোর প্রজাপতি জঙ্গল (ভিডিও)

প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৫ মার্চ ২০১৫

প্রজাপতি যে কত বিচিত্র বর্ণের হতে পারে, সান ডিয়েগোর ‘বাটারফ্লাই জাঙ্গল’ না দেখলে বিশ্বাস করার উপায় নেই। হাজার বর্ণের শত শত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে যেন আনন্দের মূর্ত প্রতীক হয়ে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ডিয়েগো চিড়িয়াখানার এই বিশেষ বসন্ত-আয়োজন দর্শনার্থীদের জন্য হাজির করেছে পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা ৩০ প্রজাতিরও বেশি প্রজাপতি। শনিবার খুলে দেওয়া হয়েছে এই প্রজাপতি জঙ্গল।

বাহারি নামও এই প্রজাপতিদের! জেব্রা লংউইং, অরেঞ্জ বারড টাইগার, গ্রেশিয়ান শু মেকার, মনার্ক, জায়ান্ট সোয়ালোটেল, ব্লু মরফো, আরো কতশত নামের প্রজাপতি দেখে চোখ ঝলসে যাবে দর্শনার্থীদের।

আর এই প্রজাপতি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেনও তারা।



এসআরজে