ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

সাগরতলে বাড়ি-ঘর!

প্রকাশিত: ১০:০৩ এএম, ১৪ মার্চ ২০১৫

মানুষ বাড়ছে, নতুন নতুন ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে তাদের বাসের জন্য। কিন্তু জমি বাড়ছে না, তাই হু হু করে বাড়ছে এর দাম। এই সমস্যা সমাধানের জন্য সাগরের নিচে ভবন তৈরি করতে চান জাপানের একটি নির্মাণ কোম্পানি! এই বিষয়ে প্রস্তাবও পেশ করেছে তারা। অনুমতি পেলেই কাজ শুরু করা হবে। পানির নিচে ভবন তৈরির প্রস্তাবক কোম্পানির নাম দ্য ওসেন স্পাইরাল প্রজেক্ট। তাদের প্রস্তাবিত পরিকল্পনাটি হলো এ রকম-

পানির নিচে সাগরের তলদেশে তারা আগে ওয়াটার টাইট বা পানি নিরোধী ভবন তৈরি করবে। আর সেখানে মিথেন চালিত মাইক্রো অর্গানিজম কারখানার মাধ্যমে শক্তি তৈরি করা হবে। এর জন্য আরও যেসব পদার্থ দরকার এবং যেগুলো ভূপৃষ্ঠে পাওয়া যায় না, সেগুলো আহরণ করা হবে সাগর তলা খুঁড়ে। সাগরের তলায় একটি বল আকৃতির স্থানের মধ্যে ৫ হাজার মানুষের বসবাস করার ব্যবস্থা করা যাবে। সূর্যালোক শুষে নেওয়ার জন্য পানির ওপর কিছু যন্ত্র বসানো থাকবে। তবে খারাপ আবহাওয়ায় সাগরে প্রচুর ঢেউ হলে সেগুলোকে সাময়িকভাবে গুটিয়ে নেওয়া যাবে।

ব্যাপারটা এখনও কল্পনা মনে হচ্ছে? তাহলে আপনার সন্দেহ দূর করার জন্য আছে নির্মাণ প্রতিষ্ঠান শিমিজু। তারা পরিষ্কার বলে দিয়েছে ২০৩০ সালের দিকেই তারা সাগরতলে বাড়ি নির্মাণের কাজে হাত দেবে। ৫ বছরের মধ্যে তারা নির্মাণ কাজ শেষ করবে। আর এতে খরচ হবে ৩ ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ, এক হাজার ৬০০ কোটি পাউন্ড। তবে পরে অবশ্য খরচ আরও অনেক কম পড়বে।

এইচএন/পিআর