ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

গ্রামবাংলার অপরূপ দৃশ্যপট (দেখুন ছবিতে)

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

গ্রাম মানেই আমাদের শেকড়। নগর থেকে পালাবার আহ্বান। নিঝুম-নিরালা অন্ধকারে নিজেকেই খুঁজে ফেরা। হতাশা-বিষাদের আশ্রয়স্থল। নাগরিক জীবনের হা-হুতাশ থেকে মুক্তি পেতে চাই সবুজ গ্রাম। তেমনই কিছু স্মৃতিময় দৃশ্য ধরা পড়েছে মাহবুব আলমের ক্যামেরায়।

১.
village
কবির ভাষায়, ‘একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি; হৃদয়ের পথ চলা শেষ হল সেই দিন।’

২.
village
‘হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে’- সেই সুদর্শনের খোঁজে একটু হলেও মন চলে যায় গ্রামের কোনো নদীর পাড়ে।

৩.
village
নদী থেকে মাছ ধরে বিক্রির জন্য গ্রামের বাজারের দিকে হেঁটে যাচ্ছেন এক মৎস্যজীবী। আহারের সন্ধানে যেমন আমাদের ছুটতে হয় প্রতিনিয়ত।

৪.
village
ঘন আবিরের রাগে সন্ধ্যা নামে নদীর বুকে। হঠাৎ পাওয়া এমন দৃশ্য মুহূর্তেই আনমনা করবে কংক্রিটে ঘেরা মানুষদের।

৫.
village
হলুদ সরিষার দেশে এসে কেবলি বলতে ইচ্ছে হয়, ‘আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে’।

৬.
village
অপরূপ মেঘনার জলে প্রতিনিয়ত জেলে খোঁজে মাছ। যেন খুঁজে চলেন আগামীর সঞ্চয়।

৭.
village
‘জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়’- বার বার যেতে কার না সাধ হয়?

৮.
village
কবি জীবনানন্দের ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’- কথার মতো বাংলার মুখের দিকে তাকিয়ে থাকতে পারি অপলক।

এসইউ/পিআর

আরও পড়ুন