ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

উইমেন এক্সপ্রেসের এক বছর পূর্তি

প্রকাশিত: ১০:০৮ এএম, ০৮ মার্চ ২০১৫

‘চলো এগিয়ে যাই’ এই  শ্লোগানকে সামনে রেখে উইমেন এক্সপ্রেস- এর যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ৮ মার্চ। এক বছরে ব্লগটি সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীর নজর কেড়েছে। নারী বিষয়ক লেখাই এর মূল লক্ষ্য হলেও উঠে এসেছে মানবতাবাদী অনেক লেখাও। শুধুমাত্র নারী উদ্যোক্তাদের নিয়ে তৈরী এই ব্লগটি রুচিশীল নারীর কাছে হয়ে উঠেছে আস্থার জায়গা। উল্লেখ্য যে বাংলাদেশে উইমেন এক্সপ্রেসই একমাত্র নারী উদ্যোক্তাদের নিয়ে নারীদের জন্য প্রথম ব্লগ।

ব্লগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘উইমেন এক্সপ্রেস আয়োজন করেছে ’বিশেষ লেখা উৎসবের ২০১৫’। উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় থাকছে দুটি-

১. ‘আমাদের চারপাশে নারীর অবস্থান নিয়ে আমার ভাবনা ও প্রত্যাশা।
২. ‘আমার দেখা দীর্ঘ এক বছরের উইমেন এক্সপ্রেস ব্লগ’।

ফিচার, আর্টিক্যাল, গল্প, কবিতা ইত্যাদি পাঠানো লেখা থেকে বাছাইকৃত ৩টি লেখাকে পুরস্কৃত করা হবে। শুধু তাই নয় লেখার জন্য পুরস্কারের পাশাপাশি  এক বছরে সর্বোচ্চ পোষ্টদাতা ব্লগার ও পোষ্ট সমুহে সর্বোচ্চ কমেন্টকারীর জন্যেও থাকছে আকর্ষনীয় পুরস্কার।

এইচএন/আরআই