ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

পেটের ভিতর ১২ হাজার পাথর!

প্রকাশিত: ০৬:২৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

দীর্ঘদিন পেট ব্যথায় ভুগে অবশেষে চিকিৎসকের শরণাপন্ন হলেন। কারণ সন্ধান করতে সিটি স্ক্যানের পরামর্শ দিলেন চিকিৎসক। সিটিস্কানে দেখা গেল, রোগীর পেটে ভারি কিছু একটা রয়েছে। ফলে পিত্তথলি তার ভারে দ্বিগুণ হয়ে আছে। পরে জানা গেল, রোগীর পেটে রয়েছে প্রায় ১২ হাজার পাথর!

জানা যায়, ভারতের উত্তর প্রদেশের মথুরা এলাকার বাসিন্দা বিনোদ শর্মার পিত্তথলিতে এই সমস্যা দেখা দিয়েছিল। পরে অস্ত্রোপচার করে দেখা যায়, বিনোদ প্রায় ১২ হাজার পাথর নিয়ে ঘুরছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ টানা ৩ দিন ধরে গুনে দেখেন মোট পাথরের সংখ্যা ১১ হাজার ৮১৬।

বিনোদের পিত্তথলিতে ২ থেকে ২.৫ মিলিমিটারের অসংখ্য পাথর পাওয়া যায়। মানুষের ১০ সেন্টিমিটারের পিত্তথলিতে ১২ হাজার গলস্টোন পাওয়ার ঘটনা এই প্রথম। সত্যিকারের কারণ জানতে ইতোমধ্যে পাথরের নমুনা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

এসইউ/এমএস

আরও পড়ুন