ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

সাগর পাড়ে জীবিকার সন্ধান (দেখুন ছবিতে)

প্রকাশিত: ১০:৩০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

সেন্টমার্টিন মানেই পর্যটকদের আনন্দ আয়োজন। বিনোদনের অপূর্ব স্থান। তবে এই সেন্টমার্টিন ঘিরেও গড়ে উঠেছে জীবিকা নির্বাহের উপায়। অনেকেই সাগর পাড়ে ছুটে আসেন জীবিকার সন্ধানে। এমন কিছু দৃশ্য নিয়েই আজকের আয়োজন। চোখ রাখুন মাহবুব আলম- এর তোলা ছবিতে-

ঝিনুকের মালা
sea
সেন্টমার্টিনের তীরে জীবিকার টানে ওরাও ঝিনুকের মালা বিক্রি করতে পথ চলে অবিরাম।

রিসোর্ট
somudrobilas
সেন্টমাটিনে আসা পর্যটকদের থাকার জন্য যেকোনো রিসোর্ট অন্যতম আয়ের উৎস।

কচি ডাব
sea
‘নারিকেল জিঞ্জিরা’ খ্যাত সেন্টমার্টিনে কচি ডাব বিক্রি করে ভালো উপার্জন করা যায়।

মাছ ধরা
sea
সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দাদের মধ্যে জেলেদের প্রধান কাজ হচ্ছে মাছ ধরা।

কাঁকড়া শিকার
sea
সামুদ্রিক কাঁকড়া শিকার করে পর্যটকদের কাছে পরিবেশন করা সেন্টমার্টিনের অন্যতম আয়ের উৎস।

এসইউ/আরআইপি

আরও পড়ুন