ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

সাড়ে তিনশ’ ফুট পানির নিচে ডাকবাক্স

প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৬ নভেম্বর ২০১৬

ডুবুরির পোশাক পরে সমুদ্রের ১০ মিটার গভীরে যেতে হয় চিঠি পোস্ট করতে। সেখানে বছরে দেড় হাজারের ওপর চিঠি জমা হয়। এমন ডাকবাক্স রয়েছে জাপানের ওয়াকাইমার সুসামি শহরে। ডাকবাক্সটি এখন গিনেস বুকে নাম লিখিয়েছে।

সুসামি উপসাগরের ১০ মিটার গভীরে স্থাপন করা হয়েছে এই ডাকবাক্স। এই ধারণা প্রথম আসে ৭০ বছরের তোশিহিকো মাতসুমোতো নামে এক ব্যক্তির মাথায়। তিনি তখন সুসামি শহরের পোস্টমাস্টার। ১৯৯৯ সালে তৈরি হয় এই ডাকবাক্স।

ইয়ামাতানি ডাইভ শপের কোনো পেশাদার ডুবুরি গিয়ে তুলে আনে চিঠি। এখানেই বিক্রি হয় ওয়াটার-রেজিস্ট্যান্ট পোস্ট কার্ড ও তেলের মার্কার। লোহার ডাকবাক্সে মরিচা ধরে বলে দুই বছর পরপর এটি পরিবর্তন করা হয়।

এসইউ/আরআইপি

আরও পড়ুন