ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

রাশিফল : ১৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০২:০৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

মেষ:  পুরনো কর্মস্থল বা ব্যবসা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা। সংস্কৃতিকর্মে সাফল্যের স্বীকৃতি। উঁচু থেকে পড়ে গিয়ে বড় ধরনের আঘাত লাগতে পারে।

বৃষ: বুদ্ধিবলে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা। নতুন উদ্যমে কর্মপরিকল্পনায় সাফল্যের যোগ। দায়িত্ব পালন নিয়ে পরিবারে অশান্তি।

মিথুন: শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও পদোন্নতি ফের বিলম্বিত হতে পারে। বন্ধুর সহায়তায় শত্রুদমন।

কর্কট: বুদ্ধি কর্মকুশলতায় বৈষয়িক সমস্যার সমাধান। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগের শুভ দিন। উচ্চশিক্ষায় আকস্মিক বাধা।

সিংহ: ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক পরিকল্পনা। দুর্জনের অপচেষ্টা রুখে কার্যোদ্ধার। শৌখিনতার জন্য অপব্যয় ও সঞ্চয়ে বাধা।

কন্যা: মৌলিক চিন্তাধারার জন্য কর্মক্ষেত্রে প্রশংসা লাভ। বাড়ির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। বাহন ক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে।

তুলা: অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধার। কর্মসূত্রে দূরভ্রমণের সুযোগ আসতে পারে। চুরি বা ডাকাতিতে অর্থক্ষতির আশঙ্কা।

বৃশ্চিক:  সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। অপ্রত্যাশিত ভাবে আর্থিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বিষয়সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে স্বজনবিরোধ।

ধনু:  সম্পত্তির সংস্কার ও উন্নয়নের জন্য ব্যাঙ্কঋণের জন্য আবেদন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। সন্তানের বহির্মুখিতায় চিন্তা বাড়বে।

মকর:  ব্যবসায় বাধাবিঘ্নের মধ্য দিয়ে অগ্রগতি। দুঃসাহসী সিদ্ধান্ত থেকে বিরত থাকাই ভাল। গৃহ নির্মাণের উদ্যোগে পড়শির বাধা।

কুম্ভ:  দীর্ঘদিনের কোনও বন্ধুর কাছে প্রতারিত হওয়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার আশা। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।

মীন:  হঠকারিতার জেরে ব্যবসায় লোকসান বাড়তে পারে। বন্ধুর অনৈতিক কাজের প্রতিবাদ করায় দূরত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা। বাতজ বেদনার প্রকোপ বাড়বে।

এআরএস/এমএস