রাশিফল : ১৪ ফেব্রুয়ারি
মেষ: অস্থিরতার জন্য কর্মপরিকল্পনায় বাধা। সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে যেতে পারে। সন্তানের বেপরোয়া দীনযাপন ঘিরে দাম্পত্য অশান্তি বাড়বে।
বৃষ: বিলম্ব হলেও কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন। প্রেমপ্রণয়ে আকস্মিক বাঁক দিশাহারা করে ফেলতে পারে। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।
মিথুন: কর্মসূত্রে বিদেশযাত্রার সুখবর মিলতে পারে। কারও অপ্রিয় সত্য কথায় মানসিক স্থিতি টালমাটাল। একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধি।
কর্কট: শ্রম ও দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা। পরোপকার করতে গিয়ে অপবাদের জন্য মনঃকষ্ট।
সিংহ: অধ্যবসায় ও কর্মপ্রতিভার স্বীকৃতি। যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুর সঙ্গে সম্মানজনক আপসরফা। সাংস্কৃতিক কাজকর্মে বিশেষ স্বীকৃতির যোগ।
কন্যা: মাত্রাছাড়া উত্তেজনা থেকে বিপত্তির আশঙ্কা। সময়োচিত সিদ্ধান্তে ব্যবসায় জটমুক্তি। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়।
তুলা: কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দিতে হতে পারে। অকারণ উত্তেজনায় শারীরিক ও মানসিক সমস্যা বাড়ার আশঙ্কা। হৃত দ্রব্যার্থ উদ্ধারের সম্ভাবনা।
বৃশ্চিক: বিলম্ব হলেও দক্ষতার স্বীকৃতি ও হতাশামুক্তি। মাতৃস্থানীয়া অপরিচিতার আনুকূল্যে বিপদ থেকে উদ্ধার। বিষয়সম্পত্তি কেনার পরিকল্পনায় বাধা।
ধনু: কর্মক্ষেত্রে বেশি দায়িত্বের চাপ পড়তে পারে শরীর ও মনে। অতিক্রোধ থেকে স্বজন-পরিমণ্ডলে বিপত্তির আশঙ্কা।
মকর: গৃহ সংস্কার ও নবনির্মাণে পড়শির বাগড়া। জ্ঞাতির দুঃসময়ে পাশে গিয়ে বিপত্তির আশঙ্কা। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়।
কুম্ভ: পাওনাগণ্ডা নিয়ে ব্যবসায় গোলযোগের আশঙ্কা। সাহায্যের প্রতিদান চাইলে হতাশা বাড়বে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।
মীন: বিষয়সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধ। বৈদেশিক দ্রব্যার্থ লাভের শুভ যোগ।
এআরএস/এমএস