ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

রাশিফল : ১৩ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০২:১২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

মেষ:  ভাগ্যোদয়ের লক্ষ্যে দূরবর্তী স্থানে যাত্রার যোগাযোগ হতে পারে। অত্যধিক উচ্চাভিলাষ থেকে বিড়ম্বনার আশঙ্কা। গুরুজনের পরামর্শে সঙ্কটমোচন।

বৃষ: কর্মে মৌলিক চিন্তাধারা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ। মামলা-মকদ্দমার ব্যাপারে বাড়তি সতর্কতা দরকার।

মিথুন: উপস্থিতবুদ্ধি ও বিচক্ষণতার জোরে কার্যসিদ্ধি। সম্পত্তি ক্রয়বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেওয়াই ভাল। চিকিৎসাবিজ্ঞানের অধ্যয়ন ও অধ্যাপনায় যুক্ত ব্যক্তিদের শুভ দিন।

কর্কট: ব্যবসায় বাড়তি বিনিয়োগ থেকে বিরত থাকাই সমীচীন। সম্পত্তি ক্রয়ের উদ্যোগে আকস্মিক বাধা। পরিবারে নতুন অতিথি আগমনের সংবাদ মিলতে পারে।

সিংহ: হঠকারী সিদ্ধান্তে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। মাতৃকুল বা শ্বশুরকুল সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। স্মৃতিবিভ্রাটে কর্মস্থলে বিড়ম্বনা বাড়তে পারে।

কন্যা: অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেওয়াই উচিত। কুটুম্বিতা নিয়ে বিবাদে আত্মীয়বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি। বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

তুলা: একাধিক উপায়ে অপ্রত্যাশিত অর্থাগম। কোনো হঠকারী সিদ্ধান্তে পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। হজমের গণ্ডগোল ভোগাবে।

বৃশ্চিক:  কর্মকুশলতার স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। সন্তানের বেয়াড়াপনায় অশান্তি বাড়বে। কোনো মহিলার দিক থেকে বিপদের আশঙ্কা।

ধনু:  কর্কশ বাক্যে স্বজনবান্ধবের বিরাগভাজন হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়।

মকর:  শেয়ারে আপাতত বাড়তি লগ্নি না-করাই ভালো। কর্মসূত্রে দূর সফরের যোগ। পৈতৃক সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে আইনি সমস্যা।

কুম্ভ:  স্বজনমহলে অকারণ বিবাদবিতর্ক থেকে জটিলতা। প্রিয়জনের বিয়ের যোগাযোগ হতে পারে। দানধ্যান ও পরোপকারে মানসিক শান্তি।

মীন:  কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। সম্পত্তি ক্রয়বিক্রয়ে বাধা। মিষ্ট বাক্যে অন্যকে প্রভাবিত করতে পারেন।

এআরএস/এমএস