ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আইনের বিভিন্ন ধারা

প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৫ আগস্ট ২০১৪

বাংলাদেশের আইনকানুন এর বেশ কয়েকটি ধারা রয়েছে। আপনি গ্রেফতার হলে অথবা কখনো মামলা করলে এই ধারাগলো প্রয়োজন হয়ে থাকে। চলুন আজ জেনে নেয়া যাক আইনের কয়েকটি ধারা সম্পর্কে।

বাংলাদেশের আইনকানুন সমূহকে প্রধানত তিন শ্রেণীতে চিহ্নিত করা যায়। বাংলাদেশ দণ্ডবিধি, ফৌজদারী কার্যবিধি এবং দেওয়ানী দণ্ডবিধি। ফৌজদারী কার্যবিধি এবং দণ্ডবিধিকে আলাদাভাবে স্বয়ংসম্পূর্ণ আইন নয়। এগুলো একে অপরের উপর নির্ভরশীল। অবশ্য এসব ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষ আইন তৈরি হয়েছে।
 

দণ্ডবিধি
দণ্ডবিধি থেকে অপরাধ এবং অপরাধের শাস্তি সম্পর্কে জানা যায়।  মোট ৫১১টি ধারা আছে দণ্ডবিধিতে, এসব ধারাগুলোর অনেকগুলোর আবার উপধারা আছে। ধারাগুলোর কোনটিতে অপরাধের বর্ণনা বা সংজ্ঞা দেয়া হয়েছে আবার কোনটিতে অপরাধের শাস্তির পরিমাণ বর্ণিত হয়েছে। ১৮৬০ সালে প্রথম ভারতীয় দণ্ডবিধি প্রবর্তিত হয়। দণ্ডবিধিকে একটি দেশের মৌলিক আইন বলা হয়ে থাকে।

ফৌজদারী কার্যবিধি
কিভাবে অপরাধের তদন্ত করতে হবে, গ্রেফতার-জমিনের বিধান এবং বিচারকার্য কিভাবে পরিচালনা করা হবে সেটা ফৌজদারী কার্যবিধি থেকে জানা যায়। ফৌজদারী কার্যবিধিতে মোট ৫৬৫টি ধারা আছে, এসব ধারাগুলোর অনেকগুলোর আবার উপধারা আছে। ১৮৬২ সালের ১লা জানুয়ারী হতে ফৌজদারী কার্যবিধি বলবৎ হয়। পরবর্তীতে বিভিন্ন সংশোধনী আনা হয়, আবার কিছু ধারা আবার বিভিন্ন সময়ে বাতিলও করা হয়। ফৌজদারী কার্যবিধিতে আরেও কিছু বিষয় আছে, অপরাধ যাতে না ঘটতে পারে তার জন্য কিছু ব্যবস্থা ফৌজদারী আইনে পাওয়া যায়। ফৌজদারী কার্যবিধির চতুর্থ ভাগ অপরাধের প্রতিরোধ বিষয়ে নিবেদিত।

দণ্ডবিধি ও ফৌজদারী কার্যবিধি কোনটা কি..?

কেউ কোন হত্যাকাণ্ডে অংশ নিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। দণ্ডবিধির ২৯৯ এবং ৩০০ ধারা থেকে জানা যায় কোনটি খুন বা হত্যাকাণ্ড এবং দণ্ডবিধির ৩০২ ধারায় শাস্তির বিস্তারিত বর্ণনা রয়েছে।

কিন্তু কিভাবে এই মৃত্যুদন্ড কার্যকর করা হবে, কিভাবে তদন্তকার্য পরিচালনা করা হবে, কোন আদালতে মামলাটি দায়ের করতে হবে তথা বিষয়টি কোন আদালতের আওতাধীন, ইত্যাদি ফৌজদারী কার্যবিধি হতে জানা যায়।

দেওয়ানী কার্যবিধি
অন্যদিকে দেওয়ানী কার্যক্রমে পুলিশের সরাসরি সম্পৃক্ততা নেই। যেগুলো ফৌজদারী অপরাধ নয় সহজ ভাষায় সেগুলোই দেওয়ানী আদালতের আওতায় নেয়া হয়। বাড়ি-ঘর, জমি-জমা সংক্রান্ত বিরোধ, আর্থিক দেনদেন সংক্রান্ত প্রসঙ্গ ইত্যাদি দেওয়ানী আদালাতের আওতাভুক্ত। দেওয়ানী আদালত কিভাবে তার বিচারকার্য পরিচালনা করবে দেওয়ানী কার্যবিধিতে তার উল্লেখ আছে। দেওয়ানী কার্যবিধিকে মোটাদাগে দুইভাগে ভাগ করা যায়। কার্যবিধি ও অর্ডার। আবার প্রতিটি অর্ডারের আবার একাধিক রুল আছে।