ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

অনলাইনে ভারতীয় ভিসার আবেদন

প্রকাশিত: ০৩:৪২ এএম, ২২ জুলাই ২০১৪

প্রতিবেশী দেশ ভারতের ভিসা পদ্ধতি সম্পূর্ণ অনলাইন করা হয়েছে। নতুন এ পদ্ধতিতে ভারতীয় ভিসার জন্য আবেদনের বিস্তারিত জেনে নেওয়া যাক।

আবেদনের আগে
ভিসা আবেদনের বেশ কিছু তথ্য www.ivacbd.com সাইটে পাওয়া যাবে। এ ছাড়া www.hcidhaka.org সাইটের বাম পাশে Guidelines for filling Online Visa Application Form এবং FAQ on Online Visa বিভাগে ক্লিক করে আরো তথ্য জানা যাবে।

যেভাবে আবেদন করবেন
প্রথমে http://passport.gov.in/visaindia/ ঠিকানায় যেতে হবে। এখানে ভিসা আবেদনের জন্য একটি ফরম রয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমের খালি বক্স পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে। এরপর আরও দুটি ফরম আসবে। একইভাবে ফরম দুটি পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।

এ পর্ব শেষ হলে ওয়েবসাইটের ওপর একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একটি নিশ্চিতকরণ বার্তা আসবে। বার্তাটি প্রিন্ট করে এবং ‘অ্যাপ্লিকেশন আইডি’ লিখে সংগ্রহে রাখতে হবে।

নির্ধারিত দিনে নিশ্চিত বার্তার মুদ্রিত কপি, পাসপোর্ট ও অন্য সব কাগজপত্র সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট স্থানে জমা দিতে হবে। আবেদন করার পর নির্ধারিত দিনে উপস্থিত থাকতে না পারলে ওই আবেদন বাতিল বলে বিবেচিত হবে।

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের আবেদনকারীদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) ঢাকার গুলশান ও মতিঝিল শাখায় এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের আবেদনকারীদের বিভাগভিত্তিক আইভিএসি শাখায় আবেদন জমা দিতে হবে। এ কেন্দ্র থেকেই চূড়ান্ত ভিসা সংগ্রহ করতে হবে।