জেনে নিন প্রেসকিপশনের সাংকেতিক ভাষাগুলো
আপনি রোগাক্রান্ত হয়ে চিকিৎসকের কাছে গেলেন। তিনি আপনার রোগের বিবরণ শুনে বা পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন। কী রোগ তা ডায়াগনোসিসের সঙ্গেই প্রেসক্রিপশনে লিখে দিলেন একগাদা ওষুধের নাম।
তবে কখনো কি খেয়াল করেছেন যে, শুধু কি রোগ আর ওষুধের নামই প্রেসক্রিপশনে লেখা থাকে? না, চিকিৎসক ওষুধের নামের সঙ্গে আরও কিছু সাংকেতিক ভাষা লেখেন।
আপনি জানেন কি সেগুলোর অর্থ? না জানলে চলুন এখনই জেনে নেয়া যাক-
এসইউ/এবিএস