ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আতঙ্কের নাম ‘শয়তানের নিঃশ্বাস’

শাহরিয়ার কাসেম | প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর নেশার নাম হলো ‘ডেভিল ব্রেথ’। এটি মূলত অন্যের আদেশ পালনে বাধ্য করানোর মূলমন্ত্র। যা জাদুটোনার মতোই কাজ করে। অপরাধী আপনাকে যা বলবে, আপনি বাধ্য হয়ে তার কথামতো কাজ করবেন। যেন আপনি রোবট। আপনাকে কেউ নিয়ন্ত্রণ করছে।

প্রতারণা ও ছিনতাইয়ের নতুন এক পদ্ধতি এটি। স্কোপোলামিনের মাধ্যমে রাস্তাঘাটে, দোকানে, বাসায় অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাসায়নিক বস্তুর অপব্যবহার। সাম্প্রতিক সময়ে সবচেয়ে মারাত্মক ড্রাগ হলো শয়তানের নিঃশ্বাস। এর ভয়াবহ প্রভাবে ভুক্তভোগীরা কোনো রকম প্রতিরোধ ছাড়াই দুর্বৃত্তদের সহজ শিকারে পরিণত হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্কোপোলামিন নামের ড্রাগটি এক ধরনের নাইটশেড উদ্ভিদ থেকে তৈরি হয়। স্কোপোলামিন হায়োসিন নামেও পরিচিত। এটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যা কয়েক ধরনের রোগ ও অসুস্থতা যেমন-মোশন সিকনেস, অপারেশন পরবর্তী বমি বমি ভাব এবং পার্কিনসন রোগের কাঁপুনির চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়।

স্কোপোলামিনকে ধরা হয় প্রথম ‘ট্রুথ সেরাম’ বা সত্য বলানোর ওষুধগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিপক্ষের কাছ থেকে তথ্য বের করতে এর ব্যবহারের নজির পাওয়া যায়। এর অন্ধকার দিকগুলোর কারণেই এটি পরিচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এটার ব্যবহার এখন আমাদের দেশে অনেক বেড়ে গেছে। শুধু শহরেই হচ্ছে ব্যপারটা এমন নয়। আপনার পরিচিত কারো সঙ্গে, আপনার কাছের কারো সঙ্গে এমনকি আপনার সঙ্গেই ঘটে যেতে পারে এরকম ঘটনা। আপনি টেরই পাবেন না।

সাম্প্রতি একটা ঘটনা ঘটেছে সৈয়দ আক্তারনগর বাজারে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে সৈয়দ আক্তারনগর বাজারে দুপুরের দিকে এই শয়তানের নিঃশ্বাস দ্বারা প্রায় অর্ধলক্ষ টাকা খুইয়েছেন এক দোকান মালিক।

বিজ্ঞাপন

প্রতারক দুইজন। একজন মাস্ক পড়া আরেকজন মাস্ক ছাড়া। দেখতে বিদেশিদের মত। ভদ্র আচরণ আর সহজ কথাবার্তা। এক হাজার টাকার ভাংতি নেবে বলে দোকানের মালিক থেকে প্রায় অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যদিও দোকান মালিকই টাকা দিচ্ছে প্রতারকদের। আধা ঘণ্টা পর যখন ভুক্তভোগীর জ্ঞান আসে তখন বড্ড দেরি হয়ে গেছে।

প্রতারক চক্ররা যে কাউকেই টার্গেট করতে পারে। এই টার্গেট থেকে বাদ যাব না আপনি আমিও। তাই ঘরের বাহিরে থাকলে নিরাপদ রাস্তা ব্যবহার করুন। কেউ কিছু দেখাতে দিলে এড়িয়ে যাবেন। মাস্ক ব্যবহার করুন। চোখ কান খোলা রাখুন প্রতিনিয়ত।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন