হাই কমোড ব্যবহারে সতর্কতা
দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় ব্যবহার্য্য বিষয় টয়লেট। সম্প্রতি ল-কমোডের পাশাপাশি হাই কমোডও জনপ্রিয় হয়ে উঠছে। যদি এর ব্যবহার জানা না থাকে তাহলে নানা সমস্যার সম্মুখিন হতে পারেন।
একটু সতর্কতা অবলম্বন করলে সহজেই সমাধান পাওয়া সম্ভব।
১. কমোডের রিং কভার নামিয়ে চেয়ারের মতো বসুন। কখনোও কমোডের উপর উঠে বসবেন না। কারণ কমোড ভেঙ্গে যে কোন সময় আপনি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
২. ব্যবহারের পর কমোড ফ্লাশ করুন এবং সিট রিং কভার উঠিয়ে রাখুন। সিট রিং কভার ভিজা থাকলে টিস্যু দিয়ে মুছে ফেলুন।
৩. কমোডের ভিতর টিস্যু পেপার ছাড়া আর কোন দ্রব্য ফেলবেন না। এতে কমোড বন্ধ হয়ে যাবে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে।
৪. হ্যান্ড শাওয়ার ব্যবহার করুন। মেঝেতে পানি ফেলবেন না। মেঝেতে পানি থাকলে আপনি যে কোন সময় পিছলে পড়ে আঘাত পেতে পারেন।
৫. সব কাজ শেষ হওয়ার পর হাই কমোডের ছিদ্রযুক্ত ঢাকনাটি পরিষ্কার করুন। কারণ আপনার পরে যিনি টয়লেট ব্যবহার করবেন তিনি যেন স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন।
এএ