ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

নতুন দিগন্তের সূচনা করুক ২০২৫

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

তানজিদ শুভ্র

বিগত বছরের হতাশা আর দুঃখবোধ কাটিয়ে নতুন দিনের নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলার প্রত্যয় সবার। জাতীয় জীবনে ২০২৪ ছিল দারুণ এক চ্যালেঞ্জের বছর। আগমনী বছর ২০২৫ নিয়ে নতুন স্বপ্ন দেখছে সবাই। নতুন বছর নিয়ে আশা-প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও পরিকল্পনার কথা জানাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। গ্রন্থণা করেছেন তানজিদ শুভ্র…

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন দিগন্তের সূচনা করুক ২০২৫
সুরাইয়া আফরিন হিয়া
শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রতিটি বছরই প্রাপ্তি এবং অপ্রাপ্তি দিয়ে পরিপূর্ণ থাকে। প্রাপ্তিগুলো আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। ব্যর্থতা বা অপ্রাপ্তি আমাদের দেখিয়ে দেয় উন্নতি করার জায়গাগুলোকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৪ সালে অনেক অর্জন এবং অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি। বাংলাদেশের রাজনীতি তথা জাতীয় জীবনে ২০২৪ ছিল চ্যালেঞ্জ, পরিবর্তন এবং অর্জনের গুরুত্বপূর্ণ একটি বছর। নতুন বছরে নতুন বাংলাদেশে সবার চাওয়া ইতিবাচক সংস্কার জনকল্যাণমূলক উন্নয়ন, দলীয় বিভাজনের ঊর্ধ্বে বৈষম্যহীন বাংলাদেশ।

সবক্ষেত্রে ২০২৫ হোক আরও সাফল্যমণ্ডিত বছর। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সমতা, সম্প্রীতি ও একতা প্রতিষ্ঠা হোক। উন্নয়ন ও প্রগতির আলোয় ২০২৫ দেশের অগ্রযাত্রার পথে নতুন দিগন্তের সূচনা করুক। সবাই মিলে সুন্দর, সমৃদ্ধ, সম্ভাবনাময় ও সফলতায় পরিপূর্ণ ভবিষ্যত গড়ার শপথ নিই। নতুন বছরটি সবার জীবনে আনন্দ, সাফল্য এবং শান্তির বার্তা নিয়ে আসুক, এই শুভেচ্ছা রইল।

বিজ্ঞাপন

দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
নাইমা খাতুন
শিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

হিমশীতল আলিঙ্গনে জানান দিচ্ছে ইংরেজি নতুন বর্ষ। পুরোনো ক্যালেন্ডার এর জায়গায় দেয়ালে শোভা পাবে নতুন ক্যালেন্ডার। নতুনত্বের জয়জয়কার হোক চারদিকে। নতুন বছর মানে পুরোনো বছরকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়া। ২০২৪ এর সবচেয়ে বড় অর্জন ছিল জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থান। জুলাই এর চেতনা শুধু ২০২৫ এ নয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই যেন অক্ষুণ্ণ থাকে। প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছ জবাবদিহিতা গড়ে উঠুক। গণতান্ত্রিক সরকার হোক জনগণের। সহিংসতা রুপান্তরিত হোক ভ্রাতৃত্বে।

আগামী দেশ বিনির্মাণের কারিগর বর্তমান তরুণ সমাজ। নতুন বছরে নতুনদের প্রতি আমার প্রত্যাশা হলো আত্মপ্রত্যয়ী দৃঢ়চেতা মনোভাব নিয়ে পরস্পর সহযোগিতায় দেশটাকে নতুন করে সাজানো। সব ধরনের প্রতিহিংসা পেছনে ফেলে নতুন দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

নতুন বছরে কানায় কানায় ভরে উঠুক প্রাপ্তির ঝুড়ি
রিকমা আক্তার
শিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

একটি বছর শেষ হয়ে যাওয়া মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া। দিনবদলের সঙ্গে তাল মিলিয়ে আমাদের হাঁটতে হয় নতুন পথে। ২০২৪ সালে আমরা যেমন অনেক কিছু পেয়েছি তেমনি হারিয়েছিও অনেক। সুখ- দুঃখ, হাসি- কান্না নিয়ে একটি বছর অতীত হয়ে যাচ্ছে। তবে ’২৪ এর কষ্টের স্মৃতিগুলো আমরা আর নতুন করে ’২৫ এ পেতে চাই না। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের নতুনের পথে হাঁটতে হবে।

নতুন বছর মানে নতুন দিগন্ত উন্মোচিত হওয়া। নতুন বছর সবার মনে জাগায় নতুন আশা, নতুন সম্ভাবনা। নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের উন্নতির শিখরে পৌঁছাতে হবে। সততা, বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ে তুলতে হবে। নতুন বছর হোক সবার জন্য সুন্দর, শান্তি এবং সাফল্যের। সবার মনের আশা পূরণ হোক, প্রাপ্তির ঝুড়িতে যোগ হোক সাফল্য এবং সম্ভাবনা।

বিজ্ঞাপন

এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়
মেহেদী হাসান জয়
শিক্ষার্থী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর

ডিসেম্বর চলে যায়, চলে যায় একটি বছর, কতগুলো দিন। কত স্মৃতি আনন্দ আর বেদনা সব মিলিয়ে একটি বছরের শেষ হলো। কত আকাঙ্ক্ষা আর দু’চোখে দেখা স্বপ্নগুলো আবার নতুন করে স্বপ্ন দেখার প্রস্তুতি নেয়। মাথায় ঘুরপাক খায় হাজারো প্রশ্ন, শেষ হয় গল্পের পাতা। পুরোনো ক্যালেন্ডার বদলে সেখানে নতুন ক্যালেন্ডার আসবে। তবুও থেকে যায় অপেক্ষা আর দীর্ঘশ্বাস। প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছুই মিলিয়ে চব্বিশ ভালোই ছিল।

আর সবকিছু ভুলে নতুন করে বাঁচতে চাওয়ার ইচ্ছা। জীবনের স্রোতে ভেসে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়। চব্বিশের ভুলগুলো শুধরে নিয়ে পঁচিশ ভালো কাটবে এটাই আশাবাদী। নতুন দিন নতুন ক্যালেন্ডার নতুন বছর নতুন করে স্বপ্ন দেখা।

বিজ্ঞাপন

কেএসকে/এএসএম

আরও পড়ুন

বিজ্ঞাপন