ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

১৬ ডিসেম্বর দিনটি বাঙালির কাছে অন্যরকম আবেগ, অনুভূতি, আনন্দের এক দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪.৩১ মিনিটে ঢাকার রমনা রেস কোর্স ময়দানে সূচনা হয় নতুন এক ইতিহাস। পাকিস্তান সেনাবাহিনী মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী সই করেন। বিকালে ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবসান হয় ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

দীর্ঘ ৯ মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হলো মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। এর মধ্য দিয়ে এলো হাজার বছরের কাঙ্খিত স্বাধীনতা। বাঙালি জাতি এদিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে।

পশ্চিম পাকিস্তান-কেন্দ্রিক সামরিক জান্তা সরকার ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট পরিচালনা করে এবং নিয়মতান্ত্রিক গণহত্যা শুরু করে। এর মাধ্যমে জাতীয়তাবাদী সাধারণ বাঙালি নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় সংখ্যালঘু এবং পুলিশ ও ইপিআর কর্মকর্তাদের হত্যা করা হয়।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্ত সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নেয়। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই শরিক হয়ে থাকে এ লড়াইয়ে। যতই দিন অতিবাহিত হতে থাকে আরও শাণিত হয় প্রতিটি মুক্তিযোদ্ধার অস্ত্র। লক্ষ্য স্থির রেখে শত্রু হননে দৃঢ়তায় এগিয়ে যায় বীর বাঙালি।

অবশেষে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সেই হিসেবে বিজয়ের ৫৩ বছর পূর্তির দিন আজ।

১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই ১৬ ডিসেম্বর দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

তবে বাঙালির মুক্তির আন্দোলন আর দাবি আদায়ের সোচ্চার হওয়ার আন্দোলন শুরু আরও অনেক আগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সবই ছিল বাঙালির মুক্তির একেকটি দলিল।

কেএসকে/জেআইএম

টাইমলাইন

  1. ১১:১২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় র‌্যালিতে অংশ নিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
  2. ১১:০৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতির শ্রেষ্ঠতম আনন্দঘন দিন ১৬ ডিসেম্বর: অলি আহমদ
  3. ১০:৩১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ এই ভূখণ্ডের নাম কীভাবে ‘বাংলাদেশ’ হলো?
  4. ১০:২৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের দিনে শপথ হোক সাম্যের বাংলাদেশ গড়ার
  5. ১০:১৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ পাচার করা টাকা দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে
  6. ০৯:৫৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ মজলুমের বিজয়ের দিন
  7. ০৯:৫১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে দেশবাসীকে টাইগারদের জয় উপহার
  8. ০৯:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
  9. ০৯:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর
  10. ০৯:২৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ
  11. ০৯:২৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে পোলাও-মাংস ছাড়াও কোমলপানীয় পাবেন কারাবন্দিরা
  12. ০৯:২৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৪’র বিজয় পূর্ণতা দিয়েছে স্বাধীনতাকে: উপদেষ্টা নাহিদ ইসলাম
  13. ০৯:০৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ তোপ ধ্বনিতে বীর শহীদদের গান স্যালুট
  14. ০৮:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  15. ০৮:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  16. ০৮:১৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  17. ০৫:১৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
  18. ০৫:১৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে সেনাবাহিনীর ৫০ সদস্য পেলেন অনারারি কমিশন
  19. ০৪:৪৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের ৫৩ বছরেও ‘অপূর্ণতা’
  20. ০৪:২১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের বর্ণিল সাজে সেজেছে রাজধানী
  21. ০৩:১৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবস ঘিরে বর্ণিল সাজে সুপ্রিম কোর্ট
  22. ০২:২৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে
  23. ১২:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস আজ
  24. ১২:০৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবস সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণে শপথের দিন

আরও পড়ুন