ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

খালি পায়ে ৩ হাজার ৫০০ কিলোমিটার হেঁটে বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৪

পাওয়েল ডুরাকিউইজ, ৪৫ বছর বয়সী পোল্যান্ডের বাসিন্দা ৩ হাজার ৫০০ কিলোমিটার খালি পায়ে হেঁটে বিশ্বরেকর্ড করেন। বিশ্বের মধ্যে তিনিই প্রথম এতটা পথ খালি পায়ে হেঁটেছেন। পৃথিবীতে নানা সময় নানা মানুষ এভাবেই নজিরগড়া কাজ করে রেকর্ড গড়েছেন, নাম লিখিয়েছেন গিনেস বুকে। আর এবার খালি পায়ে পথ হেঁটে এই পোলিশ যুবকের নাম উঠলো গিনেস বুকে।

স্পেনের সীমার কাছে ফ্রান্সের দক্ষিণ দিক থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। প্রথমে সীমানা ধরে হাঁটা শুরু করেন তিনি। তারপর উপদ্বীপের তটরেখা খুঁজে পান এবং ঘড়ির বিপরীতে হেঁটে সান জোসে এসে তার ভ্রমণ শেষ করেন পাওয়েল। ক্যামিনো ডি সান্টিয়াগোর তীর্থযাত্রীদের অভিযানের পথও তার ভ্রমণপথের মধ্যেই পড়েছিল।

প্রতিদিনই তিনি ২০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত রাস্তা পাড়ি দিতেন পায়ে হেঁটে। মাত্র ৬ মাসেই এই দীর্ঘ পথ হাঁটা শেষ করেছেন তিনি। এর আগে ২০২১ সালে এক ডাচ যুবক আন্তোনিয়াস নুতেনবুম ৩৯০ কিলোমিটার হেঁটে শেষ বিশ্বরেকর্ড করেছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে দিলেন পাওয়েল।

পাওয়েল মূলত এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন ডায়মন্ড সোল ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। এই সংস্থা মূলত একটি নেশামুক্তি সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করে সিসিলিতে।

পাওয়েল সিসিলি দ্বীপের পাশেই থাকেন। আর সেখানেই তার কথায় বিগত ৬ বছর ধরে খালি পায়েই পথ হাঁটতেন তিনি। এটাই ছিল তার মহড়া। পাঁচ মাস ধরে প্রতিদিন খালি পায়ে ১০ কিলোমিটার হেঁটে নিজেকে তৈরি করেছিলেন পাওয়েল। এই রেকর্ড-ভাঙা হাঁটার পর তার পায়ে খানিক কাটা-ছেঁড়া ছাড়া আর কোনো বড় আঘাত আসেনি।

এই যাত্রা শুরুর প্রথম মাসেই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় খালি পায়ে হেঁটে তার পা পুড়ে গিয়েছিল। অ্যালোভেরা জেল লাগিয়ে ফের হাঁটা শুরু করেন। তবে এবার পা বাঁচাতে দৌড়তে শুরু করেন তিনি। তার কথায়, এই দীর্ঘপথ হাঁটার জন্য প্রেরণা খুঁজে পাওয়াটাই সবচেয়ে কঠিন কাজ ছিল। রেকর্ড গড়ার সময় একটা ভ্যানে করে তার বন্ধ তাকে অনুসরণ করতেন। সেই ভ্যানেই রান্না করতেন সবজি আর তার সঙ্গে তাজা ফল খেয়েই এতদিন ছিলেন পাওয়েল।

আরও পড়ুন
৫৮ বছর বয়সে সাড়ে ৪ ঘণ্টা প্লাঙ্ক করে বিশ্বরেকর্ড
৩৪ হাজার ম্যাক ডোনাল্ড বার্গার খেয়ে রেকর্ড
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি

সূত্র: গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড

কেএসকে/এমএস

আরও পড়ুন