ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বিশ্বের সবেচেয়ে বড় জাম্পিং ক্যাসলের রেকর্ড

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪

লাফালাফি শিশুদের খুবই প্রিয় একটি খেলা। এজন্য পার্কগুলোতে জাম্পিংয়ের আলাদা জায়গা করা থাকে। তবে বড়রাও কম যান না, অনেকেই এই জাম্পের মজা উপভোগ করে থাকেন। জাম্পিং ক্যাসেল নির্মাণে নতুন নজির গড়তে চলেছে পাকিস্তান। করাচি শহরে বিশ্বের সবেচেয়ে বড় ক্যাসল তৈরি করা হচ্ছে। এমনকি এর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও।

বর্তমানে আর্থিক সংকটের মুখে পড়েছে পাকিস্তান। আয় বাড়াতে পর্যটনে জোর দিয়েছে দেশটি। আর এই জাম্বো জাম্পের প্রতি পর্যটকদের আর্কষণ অনেক বেশি। সে কথা মাথায় রেখে গত নভেম্বর মাসে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে করাচি শহরে জাম্পিং ক্যাসেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: রেকর্ড গড়তে সাড়ে ৩ ঘণ্টা বরফের মধ্যে কাটান তিনি

প্রায় ১৫ হাজার ২৯৫ বর্গফুট এলাকায় জুড়ে জাম্পিং ক্যাসেলটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি সংস্থাটির প্রধান সোহেল খান। বিনোদনের বিকল্প হিসেবে ক্যাসেলটি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আনন্দ ও উত্তেজনার উৎস হতে পারে বলে মনে করা হয়েছে।

এক সঙ্গে প্রায় ২০০ জন জাম্বো জাম্প করতে পারবে। বিশ্বে প্রথম এত বড় ক্যাসেল তৈরি হতে চলেছে। এরজন্য করাচি শহরের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।

করাচিতে তৈরি জাম্পিং ক্যাসেলে রয়েছে একটি স্লাইড। রয়েছে ক্যাসেলে ওঠার একটি দেয়াল। লাফানোর জন্য রয়েছ যথেষ্ট জায়গাও। জাম্পিংয়ের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য রয়েছে যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা। এখনো পুরোপুরি এই ক্যাসেল তৈরি শেষ হয়নি। আশা করা হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড

কেএসকে/এসএম

আরও পড়ুন