ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

যে দেশে দেওয়া হয় কুকুরের নাগরিকত্ব

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩

বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে রয়েছে আজব সব রীতি, আজব সব নিয়ম। যা হঠাৎ জানার পরই সবার কাছে একটু আজব লাগে। এমন একটি দেশ আছে যেখানে কুকুরকেও নাগরিকত্ব দেওয়া হয়। আজব লাগলেও সেমনই নিয়ম আছে একটি দেশে। যার নাম মোলোসিয়া রিপাবলিক।

এটি একটি মাইক্রোনেশন। এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই দেশের মোট জনসংখ্যাই মাত্র ৩৮ জন। যার মধ্যে নাগরিকদের তালিকায় ৩টি কুকুরও রয়েছে। যেখানে এমন অনেক যৌথ পরিবার রয়েছে সেখানে একত্রে ২৫-৩০ জন সদস্য বাস করেন।

jagonews24

আরও পড়ুন: পানি খেয়েই বেঁচে আছেন ৫০ বছর

দেশটি আমেরিকার নেভাদার কাছে অবস্থিত। এটি কেভিন বাগ নামে এক শাসকের রাজত্বে চলে। মোট ১১ একর জমিতে সীমানা রয়েছে ২ দশমিক ২৮ একর। ডেটন ভ্যালিতে নির্মিত এই মাইক্রোনেশন সম্পর্কিত অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে।

এখানে কুকুররাও নাগরিকত্ব পায় এবং এর শাসক কেভিন বাগ নিজেকে স্বাধীন দেশের শাসক মনে করেন। ১৯৯৮ সালে জমি কিনে এই দেশ গড়ে তোলেন কেভিন। তিনি সর্বদা সামরিক ইউনিফর্মে থাকেন এবং তার গায়ে পদক ঝোলানো থাকে। তিনি নিজেকে অনেক উপাধিতে ভূষিত করেছেন।

jagonews24

আরও পড়ুন: সুন্দরীদের চড়-থাপ্পড় খেতে হয় যে রেস্তোরাঁয়

এই দেশের নিজস্ব স্বতন্ত্র মুদ্রাও রয়েছে, যার নাম ভেলোরা। অর্থনীতি চালানোর জন্য, ব্যাংক অব মোলোসিয়া নামে একটি অব এবং নিজস্ব চিপ কয়েন এবং মুদ্রিত নোট রয়েছে। শুধু তাই নয়, মোলোসিয়া আরেকটি মাইক্রোনেশন মোস্তাচেস্তানের সঙ্গে যুদ্ধও করেছে এবং জয়লাভও করেছে। এই দেশটি এখন পর্যন্ত নিজেদের জাতীয় সংগীতকে দুবার পরিবর্তন করেছে এবং এর পতাকা নীল, সাদা এবং সবুজ রঙে রঞ্জিত।
সূত্র: দ্য মিরর

কেএসকে/এমএস

আরও পড়ুন