ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

চা বেচেই মার্সিডিস বেঞ্জ কিনলেন যুবক

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

‘এমবিএ চাওয়ালার’ নাম হয়তো সবারই জানা, যিনি এমবিএ সম্পন্ন না করে চায়ের দোকান দিয়ে বসেন। সেই থেকেই শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে একাধিক ব্যবসা পরিচালনা করছেন তিনি একাই। সম্প্রতি কিনেছেন মার্সিডিজ বেঞ্জ গাড়ি।

বলছি ভারতের আহমেদাবাদের এক যুবক প্রফুল্ল বিল্লোর কথা। তিনি `এমবিএ চাওয়ালা’ নামেই বিশ্বজুড়ে পরিচিত। ইন্টারনেটে একজন সুপরিচিত অনলাইন সেনসেশন তিনি। তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকে তিনি অধিক পরিচিতি পেয়েছেন।

আরও পড়ুন: চাকরি ছেড়ে চা বিক্রি, মাসে আয় ৮০ হাজার

প্রফুল্ল একজন এমবিএ ড্রপআউট। এমবিএ সম্পন্ন না করে তার চা বিক্রির সিদ্ধান্ত পরিবার এমনকি অনেকেই ভালোভাবে নেননি। তবুও দমে যাননি তিনি। নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেন প্রফুল্ল।

নিজ উদ্যোগে ২০১৭ সালে আহমেদাবাদের বাইরে একটি চায়ের দোকান দিয়ে বসেন তিনি। বর্তমানে এমবিএ চাওয়ালা ব্র্যান্ডের অধীনে বেশ কয়েকটি খাবারের দোকান পরিচালনা করছেন প্রফুল্ল।

আরও পড়ুন: পানির নিচে দীর্ঘক্ষণ চুম্বন, বিশ্বরেকর্ড দম্পতির

তিনি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবেও সুপরিচিত। তার জীবনের অসামান্য অভিজ্ঞতা শেয়ার করে তরুণদের কাজের প্রতি উৎসাহ বাড়াচ্ছেন। বর্তমানে প্রফুল্ল একটি লাভজনক কোম্পানির মালিক।

প্রফুল্ল বিল্লোর সম্প্রতি একটি নতুন প্রিমিয়াম মার্সিডিজ-বেঞ্জ এসইউভি কিনেছেন। এটি কিনতে তিনি খরচ করেছেন ৯১ লাখ ৩১ হাজার টাকা। তার সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। যিনি কি না চা বেচেই মার্সিডিস বেঞ্জ কিনেছেন।

আরও পড়ুন: নারীকে আকৃষ্ট করতেই সুগন্ধি ব্যবহার শুরু করেন পুরুষরা

সফল এই ব্যবসায়ী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে ব্র্যান্ড-নিউ মার্সিডিজ এসইউভিতে দেখা যাচ্ছে।

ভিডিওটি ইন্টারনেটে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার নজর কেড়েছে। বর্তমানে প্রফুল্ল’র ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দেড় মিলিয়ন অর্থাৎ ১৫ লাখেরও বেশি।

আরও পড়ুন: ১৬ হাজার নারীর চুলে সাজানো জাদুঘর

ইনস্টাগ্রাম রিলে ভিডিও পোস্ট করার পাশাপাশি, প্রফুল্ল বিল্লোর একটি ক্যাপশনও দেন। যেখানে লেখা ছিলো- ‘এটি কঠোর পরিশ্রম ও অনুপ্রেরণার শক্তির প্রমাণ।’

সূত্র: ইন্ডিয়া টাইমস

জেএমএস/এএসএম

আরও পড়ুন