ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

তুরস্কের ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশের মাস্তুল

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। যে দুর্যোগে মুহূর্তেই নিভে যায় হাজারো প্রাণ। প্রতিনিয়তই বেড়ে চলেছে হতাহত ও মৃতের সংখ্যা। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুর্কি এবং সিরিয়ার জনগণের দিশেহারা পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে বিশ্বের অনেক দেশ।

অন্য দেশের মতো বাংলাদেশের জনগণের কাছ থেকেও সাহায্যের আবেদন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে সামাজিক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। মাস্তুলের সহযোগিতায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) কার্যালয়ে।

jagonews24

মাস্তুলের পাঠানো এ ত্রাণের তালিকায় ছিল ৭ হাজার প্যাকেট শুকনো খাবার। ২শ’র বেশি কাফনের কাপড়ের সঙ্গে ২শ’র বেশি কম্বল। এসব পেয়ে টিকার কর্মকর্তারা মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, এ মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ডেডবডি ব্যাগ।

আরও পড়ুন: পুঁতির মালায় বিশ্বরেকর্ড বাংলাদেশের আনিসার

মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী রিয়াজ রহমান বলেন, ‘আমরা মানবতার কাজ করি। আমরা জানি, একটি জাতির জন্য কতটুকু হৃদয় বিদারক হতে পারে দেশের হাজারো মানুষের লাশ দাফন করা। করোনাকালীন আমরা তা উপলব্ধি করতে পেরেছি। তাই তুরস্কের এই বিপদের সময়ে আমরা তাদের পাশে থাকতে চাই।’

jagonews24

তিনি আরও বলেন, ‘দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমরা কাজ করে গেছি প্রতিনিয়ত। দেশের মানুষের ভালোবাসা আমাদের কাজের অনুপ্রেরণা। এখন সময় এসেছে মানবতার জন্য কাজ করার। আমি বিশ্বাস করি, আমার সম্প্রদায় থেকে বরাবরের মতো একই সাড়া পাব।’

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুলের আছে নিজস্ব স্কুল। এর বাইরে ২২টি স্কুলে, ১২ জেলায় ১ হাজার ১০০ সুবিধাবঞ্চিত গরিব শিক্ষার্থীকে স্কুলব্যাগ, জুতা, মোজা, বই, খাতাসহ শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। এ ছাড়াও সমাজের প্রতিটি প্রয়োজনে মাস্তুল এগিয়ে আসছে নিজেদের দায়িত্ব পালনে।

এসইউ/এমএস

আরও পড়ুন