ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

মানকুমারী বসু ও আব্দুল কাদেরের প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৬ ডিসেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৬ ডিসেম্বর ২০২২, সোমবার। ১১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ

মানকুমারী বসু
বাংলাদেশে সর্বজনবিদিত অন্যতম নারী কবি ও লেখিকা তিনি। ১৮৬৩ সালের ২৫ জানুয়ারি অবিভক্ত বাংলার যশোর জেলার কেশবপুর থানার সাগরদাঁড়িতে জন্ম মানকুমারীর। মানকুমারী বসু ‘রাজলক্ষ্মী’, ‘অদৃষ্টচক্র’ এবং ‘শোভা’ গল্পের জন্য হেমেন্দ্রমোহন বসু প্রবর্তিত ‘কুন্তলীন পুরস্কার’ লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৯ সালে ‘ভুবনমোহনী সুবর্ণপদক’ এবং ১৯৪১ সালে ‘জগত্তারিণী সুবর্ণপদক’ পান। ১৯৪৩ সালের ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

আব্দুল কাদের
বাংলাদেশের একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা ছিলেন। ১৯৫১ সালের ১ এপ্রিল পূর্ব পাকিস্তানের মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে তিনি বদি চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে তিনি ‘বদি’ নামে পরিচিতি পান। টেনাশিনাস পুরস্কার, মহানগরী সংস্কৃত গোষ্ঠী পুরস্কার, জাদুকর পিসি সরকার পুরস্কার, টেলিভিশন শ্রোতা ফোরাম পুরস্কার পেয়েছেন। ২০২০ সালের ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনা
১৭৮৯- ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
১৮০১- বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন।
১৮৯৮- পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯০৬- অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রথম প্রদর্শিত হয়।
১৯১৩- কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।
১৯৬২- বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।
১৯৯৫- বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

জন্ম
১৭৯১- ইংরেজ গণিতবিদ ও কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
১৮২২- বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা রামনারায়ণ তর্করত্ন।
১৮৫০- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসু।
১৯৩৮- বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির।
১৯৯২- বাংলাদেশি সংগীতশিল্পী মিনার রহমান।

মৃত্যু
১৮৩১- ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
১৯৮৭- কথাসাহিত্যিক মনোজ বসু।
১৯৭২- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান।
১৯৮৬- ইংরেজ অভিনেত্রী এলসা ল্যানচেস্টার।

কেএসকে/এমএস

আরও পড়ুন