ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

মোহাম্মদ রফি ও আলাউদ্দিন আলীর জন্ম

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৪ ডিসেম্বর ২০২২, শনিবার। ০৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ

মোহাম্মদ রফি
১৯২৪ সালের ২৪ ডিসেম্বর তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব এলাকার অমৃতসর গ্রামে জন্মগ্রহণ করেন। সঙ্গীত ভুবনে সুদীর্ঘ চার দশক সময়কাল অতিবাহিত করেন। সংগীতে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ৬বার ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার। প্রায় চল্লিশ বছর ছাব্বিশ হাজারেরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন। হিন্দিসহ কোনকানি, উর্দু, ভোজপুরী, উড়িয়া, পাঞ্জাবী, বাংলা, মারাঠী, সিন্ধী, কানাড়া, গুজরাতি, তেলুগু, মাঘী, মৈথিলী, অহমীয়া, ইংরেজি, ফার্সী, স্প্যানিশ এবং ডাচ ভাষায় গান গেয়েছেন। ১৯৮০ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন।

আলাউদ্দিন আলী
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সংগীতে শিক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন। ১৯৭৫ সালে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। তিনি গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন।

ঘটনা
১৮১৪- ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৮৯৪- কলকাতায় প্রথম মেডিকেল সম্মেলন হয়।
১৯০০- লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৫৩- দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।
১৯৭৩- রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।
১৯৮৬- সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

জন্ম
১৮৯০- ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. রফিউদ্দিন আহমেদ।
১৮৯১- ভারতীয় রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রাম,পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ।
১৯২৬- বাংলাদেশি রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান।
১৯৭১- পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন।

মৃত্যু
১৫২৪- পর্তুগীজ নাবিক ও পর্যটক ভাস্কো দা গামা।
১৯৪৩- বাঙালি গীতিকার অজয় ভট্টাচার্য।
১৯৮৫- আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি ফেরহাত আব্বাস।
১৯৯৯- হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু ব্রাজিলের একজন চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি।
২০১৮- রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী দ্বিজেন মুখোপাধ্যায়।

কেএসকে/এমএস

আরও পড়ুন