ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

মীর মশাররফ হোসেনের প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৯ ডিসেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৯ ডিসেম্বর ২০২২, সোমবার। ০৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ

মীর মশাররফ হোসেন
একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। পুরো নাম সৈয়দ মীর মশাররফ হোসেন। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালীর একটি ছোট গ্রাম লাহিনিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর মধ্যে আছে-রত্নবতী, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, জমীদার দর্পণ, বসন্তকুমারী নাটক, বেহুলা গীতাভিনয় ইত্যাদি।

ঘটনা
১৮৮৯- হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৯৪১- জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
১৯৫৭- মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু।
১৯৯১- মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।
১৯৯৬- চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

জন্ম
১৮৫২- মার্কিন পদার্থবিদ এলবার্ট মিকেলসন।
১৮৭৩- বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বিহারের মুঙ্গের জেলার অন্তর্গত জামালপুরে। ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক ছিলেন। তিনি কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন।
১৮৭৫- পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক।
১৯০২- ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা রাফ রিচার্ডসন।
১৯০৮- বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায়।

মৃত্যু
১৯১১- ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন।
১৯১৮- ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর।
১৯২৭- মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত বৃটিশ বিরোধী বিপ্লবী রামপ্রসাদ বিসমিল।
১৯২৭- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আসফাকউল্লা খান।
১৯৮৪- ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক আবদুল কাদির।

দিবস
বাংলা ব্লগ দিবস।

কেএসকে/এমএস

আরও পড়ুন