ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আবদুল গাফফার চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:০৪ এএম, ১২ ডিসেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১২ ডিসেম্বর ২০২২, সোমবার। ২৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

আবদুল গাফফার চৌধুরী
বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো-এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয়বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জ মহকুমার উলানিয়া জমিদার বাড়িতে একটি বাঙ্গালী মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। ২০২২ সালের ১৯ মে মৃত্যুবরণ করেন।

ঘটনা
১৯৬৩ - কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৮৯- জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।
১৯১১- বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
১৯৭১- কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৯৭- বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।
২০১৩- দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০ টা এক মিনিটে কার্যকর করা হয়।

জন্ম
১৭৩১- ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক এবং কবি ইরাসমাস ডারউইন।
১৮৮০- বাংলাদেশি রাজনীতিবিদ আবদুল হামিদ খান ভাসানী।
১৯৩৪- সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
১৯৫০- ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার রজনীকান্ত।
১৯৮০- ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।

মৃত্যু
১৬৮৫- ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ জন পেল।
১৮৮৯- ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।
১৯৫৬- ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম ঘটক।
১৯৬৫- ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষ।
১৯৮৬- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী রশিদ চৌধুরী।
২০০৫- বাংলা সাহিত্যের ‘আভা গার্দ’ লেখকগোষ্ঠির অন্যতম ভারতীয় বাঙালি সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়।

দিবস
ডিজিটাল বাংলাদেশ দিবস।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন