ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম ও নেলসন ম্যান্ডেলার প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৫ ডিসেম্বর ২০২২, সোমবার। ২০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

গৌরীপ্রসন্ন মজুমদার
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যারা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে। ১৯২৪ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে- পথের ক্লান্তি ভুলে, তুমি না হয় রহিতে কাছে, আমার গানের স্বরলিপি, গানে মোর ইন্দ্রধনু মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে ইত্যাদি।

নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি। পুরো নাম নেলসন রলিহ্লাহ্লা ম্যান্ডেলা। ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার তৎকালীন কেপ প্রদেশের মভেজো গ্রামে জন্মগ্রহণ করেন। ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান তিনি। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক ম্যান্ডেলা ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

ঘটনা
১৩৬০- ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়।
১৪৫৬- নেপলসে ভয়াবহ ভূমিকম্পে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়।
১৭৬৬- লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়।
১৮৪৬- দুদু মিয়া কর্তৃক নীলকুঠি আক্রমণ।
১৯২৯- আইরিনা স্বাধীনতা লাভ করে।
১৯৬৯- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘বাংলাদেশ’।

জন্ম
১৮৩০- ইংরেজ নারী কবি ক্রিশ্চিনা রসেটি।
১৯০১- সাম্যবাদী বিপ্লবী, সাংবাদিক ও কৃষক নেতা প্রমথ ভৌমিক।
১৯০১- নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ।
১৯১১- প্রবাদ প্রতিম গীতিকার ও কবি প্রণব রায়।
১৯১৩- খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষ।
১৯২৫- বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতেরর বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার।

মৃত্যু
১৯৫০- বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক অরবিন্দ ঘোষ।
১৯৫১- খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর।
১৯৬১- প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।
১৯৬৩- বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর।
১৯৯৩- প্রখ্যাত বাঙালি সংগীত শিল্পী ও সুরকার সত্য চৌধুরী।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন