ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

কানের চুল বড় করে বিশ্বরেকর্ড স্কুলশিক্ষকের

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ ডিসেম্বর ২০২২

গিনেস রেকর্ডের তালিকায় কত যে বিচিত্র সব রেকর্ড আছে তার খবর রাখেন না অনেকেই। অন্যদিকে মানুষ বিশ্বরেকর্ড করতে যে কত কিছু করেন তা দেখলে অবাক হতে হয় বারবার। এবার অ্যান্টনি ভিক্টর নামের ভারতের বাসিন্দা কানের বড় চুলের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন।

তার কানের চুলের মাপ ১৮.১ সেন্টিমিটার (৭.১২ ইঞ্চি)। যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কানের চুল। যদিও এই চুলের দৈর্ঘ্যের জন্য তাকে বিশেষ কোনো পরিচর্চা করতে হয়নি। ২০০৭ সালের পর দুই কানের কোনো চুল কাটেননি। বিশেষ এই বৈশিষ্ট্যের জন্য অ্যান্টনি দেশের নানা জায়গা থেকে পুরষ্কারও পেয়েছেন।

গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইনস্টাগ্রামে অ্যান্টনি ভিক্টরের রেকর্ডের একটি পোস্ট শেয়ার করে গিনেস কর্তৃপক্ষ। এর আগে ২০০৩ সালে রাধাকান্ত বাজপেয়ী নামের এক ব্যক্তিও তার এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য রেকর্ড করেন।

অ্যান্টনি ভিক্টর পেশায় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ১৫ বছর ধরে তিনি কখনো কানের চুল কাটেননি। তবে সেটি কোনো রেকর্ডের আশায় নয়, বরং শখ থেকেই কাজটি করেছেন। স্থানীয় মানুষের কাছে ‘ইয়ার-হেয়ার মাস্টার’ নামেই পরিচিত অ্যান্টনি।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

কেএসকে/এমএস

আরও পড়ুন