ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার। ২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৫৭১- নরফোকের চতুর্থ ডিউক টমাস হাওয়ার্ডকে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথকে হত্যার রিডলফির ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্য এবং স্কটসের রানি মেরির সঙ্গে প্রতিস্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।
১৬৫২- প্রায় ১৫ হাজার হান কৃষক এবং মিলিশিয়া তাইওয়ানের ডাচ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
১৯০৪- দলাই লামার সঙ্গে ব্রিটেনের চুক্তি।
১৮১২- রাশিয়ায় ফরাসি আগ্রাসন: নেপোলিয়ানিক যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ।
১৮৬৩- আমেরিকান গৃহযুদ্ধ: ইউনিয়ন সৈন্যরা-সপ্তাহের অবরোধের পর মরিস দ্বীপে ফোর্ট ওয়াগনারকে ধরে ফেলে।
১৯১১- ফরাসি কবি গিলাউম আপোলিনিয়াকে লুভের যাদুঘর থেকে মোনা লিসা চুরির অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হয়।
১৯৮৮- মহাকাশের প্রথম আফগান আবদুল আহাদ মহম্মদ মীর মহাকাশ স্টেশনে ৯ দিন পর পৃথিবীতে ফিরে আসেন।

জন্ম
১৮২৬- বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু।
১৮৮৭- বাঙালি সংস্কৃত-তন্ত্র পণ্ডিত ও দার্শনিক গোপিনাথ কবিরাজ।
১৮৯২- চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।
১৯৩৪- বাঙালি লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়।
১৯৫৪- কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

মৃত্যু
১৯০৭- প্রথম সাহিত্যে নোবেলজয়ী ফরাসি কবি সুলি প্রুদহোম।
১৯৩২- বাঙালি সাংবাদিক ও বক্তা শ্যামসুন্দর চক্রবর্তী।
১৯৭৬- স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি সুরেন্দ্রমোহন ঘোষ।
১৯৯১- নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী এডউইন মাটিসন ম্যাকমিলান।
১৯৯৯- প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার পুলক বন্দ্যোপাধ্যায়। ১৯৩৪ সালের ২ মে হাওড়ার সালকিয়ায় জন্ম। শৈশব থেকেই নিবিড় সম্পর্ক ছিল নাটক, সাহিত্য ও সঙ্গীতকলার সঙ্গে। মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্র পরিচালক সরোজ মুখোপাধ্যায়ের ‘অভিমান’ ছবিতে প্রথম গান লেখেন। বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পীই তার লেখা গান গেয়েছেন। সংগীতের বিভিন্ন শাখায় কাজ করেছেন। হেমন্ত, মান্না দে, গীতা দত্ত, লতা, আশা, হৈমন্তী, শ্যামল, ভূপেন, প্রতিমা, উৎপলা, অরুন্ধতী, সতীনাথ, অনুপ, আরতী মুখোপাধ্যায়সহ অনেক জ্ঞানী-গুণী শিল্পী তার সুরোরোপে গান গেয়েছেন। গান লেখার পাশাপাশি তিনি উপন্যাস, চিত্রনাট্য ও ছড়া লিখেছেন। তার লেখা গানের সংকলন ‘আমার প্রিয় গান’, ছড়ার সংকলন ‘বাহাত্তুরে’, গল্প সংকলন ‘শেষ সংলাপ’। ‘কথায় কথায় রাত হয়ে যায়’ তার আত্মজীবনী মূলক গ্রন্থ। ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর হুগলী নদীতে লঞ্চ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন