ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও বেণী মাধবের প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১০:৫৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার। ১৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৬৬৬- লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেন্ট পলের ক্যাথেড্রালসহ প্রায় ১০ হাজার বাড়ি পুড়ে যায়।
১৭৫২- যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি ব্যবহার শুরু করে।
১৯৩৯- ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।
১৯৪৭- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।
১৯৮৫- চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।
২০০৫- চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয়।

জন্ম
১৬৭৫- উইলিয়াম সামারভিল, ইংরেজ কবি।
১৯২০- বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে তার জন্ম। কলকাতার রিপন স্কুল ও কলেজে পড়েছেন। প্রথমদিকে অনুশীলন সমিতি দলের সঙ্গে ও পরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার কবিতায় ভাষিত হয়েছে সমগ্র দুনিয়ার প্রতারিত মানুষের বেদনা, মানবতা-বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র-প্রতিবাদ। তার ‘রাজা আসে যায়’ কবিতা বাংলায় এক প্রবাদ-বাক্যের স্থান করে নিয়েছে। এছাড়া উলুখড়ের কবিতা, লখিন্দর, জাতক, সভা ভেঙ্গে গেলে, রাস্তায় যে হেঁটে যায়, মানুষ খেকো বাঘেরা বড় লাফায়, এই জন্ম জন্মভূমি, পৃথিবী ঘুরছে, ভিয়েতনাম ভারতবর্ষ, শীত বসন্তের গল্প, বেঁচে থাকার কবিতা,আমার কবিতা, আর এক আরম্ভের গল্প প্রভৃতি উল্লেখযোগ্য। তার বহু কবিতায় সুর সংযোজন করে পরিবেশন করেছেন- হেমাঙ্গ বিশ্বাস, প্রতুল মুখোপাধ্যায়,অজিত পাণ্ডে, হাবুল দাস, সমরেশ বন্দ্যোপাধ্যায়সহ অনেক বিখ্যাত গণসংগীত শিল্পীরা। ১৯৮২ সালে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন।
১৯৪৮- আমেরিকান শিক্ষাবিদ ও মহাকাশচারী ক্রিস্টা মকাউলিফে।
১৯৫২- প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন জিমি কনর্স।
১৯৬৬- মেক্সিকান-মার্কিন অভিনেত্রী, পরিচালক, টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক সালমা হায়েক।

মৃত্যু
১৯১৩- জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী ওকাকুরা কাকুজো।
১৯৩৩- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী অনাথবন্ধু পাঁজা।
১৯৩৭- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায়।
১৯৪৬- বাংলা ভাষার সাহিত্যিক প্রমথ চৌধুরী।
১৯৫২- প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, দেশপ্রেমিক বেণী মাধব দাস। শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্রসহ অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু ছিলেন তিনি। সারা জীবন ব্রাহ্ম সমাজের কল্যাণে নিবেদন করেন। বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার শেওড়াতলী গ্রামে তার জন্ম। দেশপ্রেম ও শিক্ষকতায় নিবেদিতপ্রাণ বেণী মাধব ছিলেন একজন আদর্শ শিক্ষক। দর্শন ছাড়াও তিনি অর্থনীতি ও ইতিহাসে পণ্ডিত ছিলেন। বেণী মাধব দাসের পরিবার রাজনৈতিক পরিবার। অসহযোগ ও জাতীয় আন্দোলনের যোগ দেওয়ার কারণে তার মেজছেলে কারাবরণ করেন। তার দুই কন্যা কল্যাণী দাস (ভট্টাচার্য) এবং বীণা দাস (ভৌমিক) সমাজ সেবা ও বিপ্লবী কর্মকান্ডে জড়িত ছিলেন।
২০২১- ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
২০২১- সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

দিবস
বিশ্ব নারকেল দিবস

কেএসকে/এমএস

আরও পড়ুন