ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আবদুল্লাহ-আল-মাহমুদের জন্ম ও শামছুর রহমানের প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:১০ পিএম, ১৬ জুলাই ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৬ জুলাই ২০২২, শনিবার। ০১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
৬২২- জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে ইসলামি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম দিন ছিল শুক্রবার।
১৮৫৬- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
১৯০৫- খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯৬৯- মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া, তিউনিসিয়া ও মৌরিতানিয়া।

জন্ম
১৮৭৮- ভারতীয় জ্যোতির্বিদ, জ্যোতির্বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র।
১৮৮৮- ওলন্দাজ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী ফ্রিৎস জের্নিক।
১৯০৯- ভারতরত্নে সম্মানিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী অরুণা আসফ আলী।
১৯৪৭- বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাব বিজয়ী আবদুল্লাহ-আল-মাহমুদ। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গ্রামে তাঁর জন্ম। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। ১৯৭১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগ দেন। পরে তাদের সঙ্গে ভারতের ঢালুতে আশ্রয় নেন। সেখানে তারা নিজেদের চেষ্টায় একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন।

মৃত্যু
১৯৫৯- বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী সুহৃদ কুমার রায়।
১৯৯৪- মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী জুলিয়ান শুইঙ্গার।
২০০০- সাংবাদিক শামছুর রহমান। ১৯৫৭ সালের ৫ মে শার্শা থানার শালকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দৈনিক ঠিকানা, দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক গণশক্তি পত্রিকায় কাজ করেছেন। এ ছাড়া তাঁর বিভিন্ন উপ-সম্পাদকীয় ও রাজনৈতিক বিষয়ক লেখা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠ যশোরস্থ দড়াটানার অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন।
২০১৩- বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত কাজী মুতাসিম বিল্লাহ।
২০২১- আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা সাইমন ড্রিং।

দিবস
শেখ হাসিনার কারাবন্দি দিবস।

কেএসকে/এসইউ/জেআইএম

আরও পড়ুন