বাবাকে নিয়ে যত উক্তি
অরুপ সরকার রণি
সন্তানের প্রতি বাবার দায়িত্বশীলতার বিষয়টিকে সামনে রেখে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় বাবা দিবস। মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ১৯৬৬ সালে বাবা দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করেন। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই বাবা দিবস পালিত হয়। দিনটিতে বাবার প্রতি কৃতজ্ঞতা জানাতে বিভিন্ন উপহারসামগ্রী নিয়ে সন্তানরা ছুটে যান। তাই বিশ্ব বাবা দিবসকে সামনে রেখে কিছু উক্তি সংকলন করা হয়েছে।
বাবাকে নিয়ে যত উক্তি
১. একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। – ফ্রাংক এ ক্লার্ক
২. বাবা আমাকে সেই মহৎ জিনিসটি দিয়েছেন, যা খুব কম লোকই দিতে পারেন। – জিম ভালভানো
৩. পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবেন না। – মাইকেল রাত্নাডিপাক
৪. একটি মেয়ের জীবনে বাবাই হলেন প্রথম পুরুষ এবং তিনি হলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ক পুরুষ। – ডেভিড জেরেমিয়াহ
৫. কোনো পিতা-মাতাই তার সন্তানকে কুৎসিত মনে করেন না। – কার্ভেন্টিস
৬. আমি চিরবিদায় নিচ্ছি না, আমার সন্তানের মধ্যে আমি বেঁচে থাকব বহুদিন। – টমাস আটওয়ে
৭. একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা। – পিক্সেল কোটস
৮. বাবা ছেলের ভালোবাসার থেকে কিছুই বড় হতে পারে না। – ড্যান ব্রাউন
৯. একজন বাবা বলেন না, তিনি তোমাকে ভালোবাসেন বরং তিনি দেখিয়ে দেন, তিনি তোমাকে ভালোবাসেন। – দিমিত্রি থে স্টোনহার্ট
১০. একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন। – পিকচার কোটস
১১. একজন বাবার হৃদয় হলো প্রকৃতির এক অপার স্থান। – অ্যান্টনি ফ্রানকোই প্রিভোস্ট
১২. যে কোনো পুরুষই বাবা হতে পারেন। তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার। – অ্যানি গেডেস
১৩. জগতে মাতা ও পিতার সেবা সুখকর। – গৌতম বুদ্ধ
১৪. প্রত্যেক অসাধারণ মেয়ের পেছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন। – প্রবাদ
১৫. একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত, যা দেখে পৃথিবীর সব ছেলেকে যাচাই করবে। – জর্জ ই ল্যাং
সংকলক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যলয়।
এসইউ/এমএস