ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

অনুরূপা দেবী ও নরেন্দ্র দেবের জন্ম

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:২০ এএম, ১৯ এপ্রিল ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার। ৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৪৫১- দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।
১৫৩৯- জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন।
১৯৪৮- মায়ানমার জাতিসংঘে যোগদান করে।
১৯৫৪- পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত।
১৯৫৪- পাকিস্তানের গণপরিষদ উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়।

জন্ম
১৮৩২- স্পেনীয় কবি ও নাট্যকার, নোবেল পুরস্কার বিজয়ী হোসে এচেগারাই।
১৯৩১- মার্কিন সফটওয়্যার প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞানী ফ্রেড ব্রুক্স।
১৯৩৫- ইংরেজ অভিনেতা, কৌতুক অভিনেতা ও পিয়ানোবাদক ডুডলি মুর।
১৯৪৪- মার্কিন অর্থনীতিবিদ এবং একাডেমিক, নোবেল পুরস্কার বিজয়ী জেমস হেক্ম্যান।

মৃত্যু
১৮৬৭- ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর।
১৯০৬- নোবেল পুরস্কার বিজয়ী একজন ফরাসি পদার্থবিজ্ঞানী পিয়ের ক্যুরি।
১৯৪৮- বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী।

১৯৫৮- বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী। ১৮৮২ সালের ৯ সেপ্টেম্বর কলকাতার শ্যামবাজার অঞ্চলে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন এক প্রভাবশালী জনপ্রিয় বাঙালি নারী ঔপন্যাসিক। সেই সঙ্গে তিনি ছিলেন সেই সময়কার এক বিশিষ্ট ছোটগল্পকার, কবি এবং সেই সঙ্গে সমাজ সংস্কারকও। প্রথম প্রকাশিত গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। পোষ্যপুত্র (১৯১১) উপন্যাসটি রচনা করে তিনি সাহিত্যজগতে প্রতিষ্ঠা লাভ করেন। তাঁর তিনটি বিখ্যাত উপন্যাস হলো মন্ত্রশক্তি (১৯১৫), মহানিশা (১৯১৯) ও মা (১৯২০)।

১৯৭১- বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব। তার জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের কলকাতার ঠনঠনিয়ার তৎকালীন বনেদি ও প্রগতিশীল পরিবারে। তিনি ছিলেন খ্যাতনামা সাহিত্যিক নবনীতা দেবসেনেরও পিতা। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘বসুধারা’, গল্পগ্রন্থ ‘চতুর্বেদাশ্রম’ ও প্রথম উপন্যাস ‘গরমিল’। তবে ‘ওমর খৈয়াম’র কাব্যানুবাদ ১৯২৬ সালে প্রকাশের সঙ্গে সঙ্গে তার খ্যাতি বিস্তৃত হয়। কবিতা, গল্প, উপন্যাস এবং শিশুসাহিত্য সর্বক্ষেত্রেই তিনি কৃতিত্ব দেখিয়েছেন। সাহিত্যজীবনে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অক্ষয় বড়াল, কান্তকবি, নজরুল, মোহিতলাল এবং সত্যেন্দ্রনাথ দত্তের অন্তরঙ্গ ছিলেন।

কেএসকে/এসইউ/জেআইএম

আরও পড়ুন