ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

চার্লি চ্যাপলিনের জন্ম ও অদ্বৈত মল্লবর্মণের প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৬ এপ্রিল ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৬ এপ্রিল ২০২২, শনিবার। ৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৫৩- ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৯১২- হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯১৬- রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০০১- ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনোরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।

জন্ম
১৮৬৭- মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইট।
১৮৮৫- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব বিপ্লবী উল্লাসকর দত্ত।

১৮৮৯- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিন। পুরো নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল দক্ষিণ লন্ডনের ওয়ালওর্থের ইস্ট স্ট্রিটে জন্মগ্রহণ করেন তিনি। চ্যাপলিনকে বড় পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়। ভিক্টোরীয় যুগে তার শৈশব থেকে ১৯৭৭ সালে তার মৃত্যুর এক বছর পূর্ব পর্যন্ত তার কর্মজীবনের ব্যাপ্তি প্রায় ৭৫ বছর। এই সময়ে তার বর্ণময় ব্যক্তিজীবন ও সমাজজীবনে খ্যাতি ও বিতর্ক, দুইই নিম্ন থেকে শীর্ষবিন্দু ছুঁয়ে গেছে।
১৯৭৮- ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী, ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত।

মৃত্যু
১৮৫০- মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।
১৮৯৬- হরিনাথ নামে পরিচিত সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা হরিনাথ মজুমদার কাঙাল।

১৯৫১- বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়ীয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করেন। এই উপন্যাসটি সর্বপ্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়। চিরকুমার ছিলেন তিনি।
১৯৬৬- প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু ।
১৯৮৭- প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়।

দিবস
বিশ্ব কণ্ঠ দিবস।

কেএসকে/এমএস

আরও পড়ুন