শিশু সাহিত্যিক ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের জন্ম
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
২ এপ্রিল ২০২২, শনিবার। ১৯ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৮২৭- যুক্তরাষ্ট্রে জোসেপ ডিক্সন প্রথম লিড পেন্সিল নির্মাণ করেন।
১৮৪৫- সুর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়েছিল।
১৯৪১- মরু শিয়াল হিসেবে খ্যাতিমান জার্মানীর বিখ্যাত লেফটেনেন্ট জেনারেল এডউইন রোমেল লিবিয়া পুনঃদখলের অভিযান শুরু করেন।
১৯৬৩- মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৮০৫- ডেনীয় লেখক ও কবি হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। ডেনমার্কের ওডেন্সে জন্ম তার। শিশু সাহিত্যিক হিসেবে অধিক পরিচিত। রূপকথা লেখার জন্য তাকে রূপকথার জাদুকর নামে অভিহিত করা হয়। এন্ডারসনের রূপকথার সংখ্যা ৩৩৮১ এর কম নয়। এগুলো ১২৫টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। সবচেয়ে বিখ্যাত রূপকথাসমূহ হল ‘দি এমপেরর্স নিউ ক্লদস’, ‘দ্য লিটল মারমেইড’, ‘দ্য নাইটিংগেল’, ‘দ্য স্নো কুইন’, ‘দি আগলি ডাকলিং’, ‘থাম্বেলিনা’। তার গল্পসমূহ বেলে, নাটক, অ্যানিমেটেড ও লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।
১৮৬২- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ নিকোলাস মরি বাটলার।
১৮৯৮- কবি, নাট্যকার ও অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
১৯৪৮- বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মৃত্যু
১৯১৪- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেইসা।
১৯২৮- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস।
১৮৭২- টেলিগ্রাফ ব্যবস্থার উদ্ভাবক মার্কিন আবিষ্কারক স্যামুয়েল মোর্স।
১৯৮৬- আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন।
দিবস
বিশ্ব অটিজম সচেতনতা দিবস
কেএসকে/এমএস