শেখ লুৎফুর রহমানের প্রয়াণ
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
৩০ মার্চ ২০২২, বুধবার। ১৬ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১১৮০- আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।
১৮১২- কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।
১৮৬৭- রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।
১৯৯২- সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।
জন্ম
১৮৪৪- ফরাসী কবি পল ভের্লেন।
১৮৫৩- ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ।
১৮৯৯- বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
১৯০৮- দাদাসাহেব ফালকে পুরস্কার এ সম্মানিত প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী দেবিকা রাণী।
মৃত্যু
১৬৬৩- মুঘল সেনাপতি মীর জুমলা।
১৯৫৭- শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র।
১৯৬৫- প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ী।
১৯৭১- শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা।
১৯৭৫- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফুর রহমান। তার জন্ম শেখ আবদুল হামিদের ঘরে। তিনি তার চাচাতো বোন সায়েরা খাতুনকে বিয়ে করেন। তিনি চাকরির খোঁজে বাড়ি ছেড়ে যান। তিনি ছিলেন একজন সেরেস্তাদার, ব্রিটিশ ভারতের গোপালগঞ্জ দেওয়ানী আদালতের নথি সংগ্রহের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সরকারি কলেজটি তার নামে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ রাখা হয়। মধুমতি নদীর উপর গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের সংযোগকারী সেতুটি তার নামে নামকরণ করা হয় শেখ লুৎফর রহমান সেতু। মৃত্যুর পর তাকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় দাফন করা হয়।
২০০২- প্রখ্যাত ভারতীয় কবি,গীতিকার ও সুরকার আনন্দ বক্সী।
কেএসকে/জেআইএম