আবু জাফর ওবায়দুল্লাহর প্রয়াণ
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
১৯ মার্চ ২০২২, শনিবার। ৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৯৪৪- উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।
১৯৪৮- পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
১৯৭১- পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা।
১৯৭২- বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৭- বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে।
জন্ম
১৯০২- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়।
১৯৫৫- জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সংগীতশিল্পী ব্রুস উইলিস।
১৯৮৪- ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত।
মৃত্যু
১৯০৯- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসু।
১৯৫০- মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক এডগার রাইস বারোজ।
২০০১- বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। বরিশাল জেলার এর বাবুগঞ্জের বাহেরচরের ক্ষুদ্রকাঠি গ্রামে জন্ম। তার দুটি দীর্ঘ কবিতা 'আমি কিংবদন্তির কথা বলছি' এবং 'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন। ১৯৮২ সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ সালে একুশে পদক লাভ করেন।
২০১৬- বাংলাদেশের প্রথম নিউরো সার্জন ডা. রশিদ উদ্দিন।
কেএসকে/এমএস