ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আন্তর্জাতিক নারী দিবস আজ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৮ মার্চ ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৮ মার্চ ২০২২, মঙ্গলবার। ২৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১০১০- কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন।
১৯৫৪- পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন; ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়।
১৯৭২- বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারী।
২০২০- বাংলাদেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

জন্ম
১৮৫৪- আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার টম হোরান।
১৯০৮- ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী লোকনাথ বল।
১৯১৬- বাঙালি সাহিত্যিক অন্নপূর্ণা গোস্বামী।
১৯৫৬- বাঙালি কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও ছোটগল্পকার রামকুমার মুখোপাধ্যায়।

মৃত্যু
১৯৪২- মার্ক্সবাদী, সাহিত্যিক সোমেন চন্দ।
১৯৯২- রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি অমিতা ঠাকুর।
২০০২- যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক নিরঞ্জন ধর।
২০২১- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম।

দিবস
আন্তর্জাতিক নারী দিবস, (জাতিসংঘ)

কেএসকে/জেআইএম

আরও পড়ুন