হাতের উল্টো পিঠে ১৮ ডিম নিয়ে বিশ্বরেকর্ড
আচ্ছা বলুন তো, একসঙ্গে কতগুলো ডিম হাতে ধরতে পারবেন? দুটি, তিনটি খুব বেশি হলে চারটি। তাও হাতের তালুতে। তবে হাতের উল্টো পিঠে কয়টি ডিম রাখতে পারবেন একটু ভেবে বলুন তো?
আপনি রাখতে না পারলেও এই কঠিন কাজটি করে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছে এক তরুণ। ইরাকের নাসিরিয়ার বাসিন্দা ইব্রাহিম সাদেক। একসঙ্গে ১৮টি ডিম হাতের উল্টো পিঠে ভারসাম্য রেখে এই রেকর্ডটি করেন।
ধরুন ডিম কিনে নিয়ে বাড়ি ফিরছেন কিংবা কোথাও রাখতে যাচ্ছেন হাত থেকে পড়ে ভেঙে গেলো সেগুলো। ভঙ্গুর হওয়ায় ডিম খুব সাবধানে বহন করতে হয়। একটু অসাবধানতায় ভেঙে যেতে পারে এটি। তবে সেই ভঙ্গুর ডিম হাতের উল্টো পিঠে ব্যালেন্স করেছেন ইব্রাহিম। এজন্য তাকে অনেক বেশি অনুশীলনও করতে হয়েছে।
এর আগে অনেকেই মাথায় ডিম ব্যালেন্স করে গিনেস রেকর্ড করেছেন। গ্রেগরি দ্য সিলভা নামের এক ব্যক্তি একসঙ্গে ৭৩৫টি ডিম মাথায় ব্যালেন্স করে বিশ্বরেকর্ড গড়েন।
তবে হাতে ব্যালেন্স করার রেকর্ড ইব্রাহিমের আগে জ্যাক হ্যারিস নামের লন্ডনের এক বাসিন্দা করেছিলেন ২০২০ সালে। তিনি ১৮টি ডিম হাতের তালুতে ব্যালেন্স করেছিলেন। জ্যাকের সেই ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন ইব্রাহিম। এরপর তিনিও এমন একটি রেকর্ড করার কথা ভাবেন।
ইব্রাহিম ডিম ব্যালেন্স করলেন ঠিকই। কিন্তু তা হাতের উল্টো পিঠে। ইব্রাহিম সপ্তাহে চারবার অনুশীলন করতেন। অল্পদিনেই তিনি ব্যালেন্স করার কাজটি করে ফেলেন। ধীরে ধীরে ডিমের সংখ্যা বাড়িয়েছেন। অবশেষে ২০২১ সালের ২১ জুলাই তিনি রেকর্ডটি করতে সক্ষম হন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডস থেকেও স্বীকৃতি মিলেছে ইব্রাহিমের।
শুধু ডিম দিয়েই নয়, ইব্রাহিম কাচের বোতল দিয়েও ব্যালেন্স করতে পারেন। একটি বোতলের উপর আরেকটি দিয়ে ব্যালেন্স করতে পারেন। এছাড়াও ভারী সিলিন্ডার বোতলগুলোও ব্যালেন্স করেন একটি উপর আরেকটি রেখে।
এগুলো তিনি এখনো অনুশীলন করে যাচ্ছেন। তার ইচ্ছা এটি দিয়েও তিনি গিনেস রেকর্ড করেত পারবেন। নিজের টিকটক অ্যাকাউন্টে এমন অদ্ভুত বিষয়ের ভিডিও দেন ইব্রাহিম। যা হাজার হাজার ভিউ হচ্ছে প্রতিদিন।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
কেএসকে/জেআইএম