ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ও রাজকুমারী বিবিজীর প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১১:০৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৬ ফেব্রুয়ারি ২০২২, রোববার। ২৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৯১৮- ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৫৮- মিউনিখ বিমান দুর্ঘটনায় ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী নিহত হয়।
১৯৭২- বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১- কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।

জন্ম
১৮৯১- ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী অমর বসু।
১৮৯৫- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব বসন্ত কুমার বিশ্বাস।
১৯৩২- ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ফ্রঁসোয়া ত্রুফো।
১৯৮৩- ভারতীয় ক্রিকেটার এস. শ্রীশান্ত।

মৃত্যু
১৯৩৭- ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়।
১৯৪৬- বাঙালি বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বিহারের মুঙ্গের জেলার অন্তর্গত জামালপুরে জন্ম তার। ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক ছিলেন। তিনি কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত করেছিল।

১৯৪৭- বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপিবিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা নলিনীকান্ত ভট্টশালী।
১৯৬৪- ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক রাজকুমারী বিবিজী অমৃত কাউর। ১৮৮৯ সালের ২ ফেব্রুয়ারি, উত্তর প্রদেশের লখনউতে (তখন যুক্ত প্রদেশ) জন্মগ্রহণ করেন তিনি। অমৃত কাউর ছিলেন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। তিনি টানা দশ বছর কাজ করেছেন। একজন বিখ্যাত গান্ধিবাদী, মুক্তিযোদ্ধা এবং সামাজিক কর্মীও ছিলেন।
১৯৭৬- ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক।

কেএসকে/এমএস

আরও পড়ুন