ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর শহীদ হন

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৪ ডিসেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার। ২৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৫৬৮- রাজকুমারী মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ডের রানি হন।
১৮০৫- ফসিল জ্বালানী হিসেবে পাথুরে কয়লার তীব্র তাপ শক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয়।
১৯১৫- জ্যাক জনসন কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথম হেভিওয়েট মুষ্টিযুদ্ধে বিজয়ী হন।
১৯৭১- মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
১৯৯৬- বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।

জন্ম
১৯১২- হেমাঙ্গ বিশ্বাস, সংগীতশিল্পী ও সুরকার।
১৯২৪- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক রাজ কাপুর।
১৯৩৪- ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল।
১৯৫৩- ভারতীয় টেনিস খেলোয়াড়, ক্রীড়া ভাষ্যকার ও অভিনেতা বিজয় অমৃতরাজ।
১৯৫৪- বাংলাদেশি জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক মাকসুদুল আলম।

মৃত্যু
১৯৭০- বাঙালি কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক।
১৯৭১- বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর। ১৯৪৯ সালের ৭ মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিবাহিনীর ৭নং সেক্টরের একজন কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
১৯৭১- লেখক শহীদুল্লাহ কায়সার।
১৯৭১- ভাষাবিজ্ঞানী মুনীর চৌধুরী।
১৯৭১- মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ মোফাজ্জল হায়দার চৌধুরী।
১৯৭১- চিকিৎসক এ এফ এম আবদুল আলীম চৌধুরী।
১৯৭১- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়ের।
১৯৭১- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষক ও চিকিৎসক ডা. মোহাম্মদ মোর্তজা।
১৯৭১- শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গবেষক ড. ফয়জুল মহী।
১৯৭১- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সিনিয়র অধ্যাপক গিয়াসউদ্দীন আহমদ।
১৯৭১- দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফা।
১৯৭১- কবি, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা।
১৯৭১- চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডা. মোহাম্মদ ফজলে রাব্বি।
১৯৭১- সাংবাদিক সেলিনা পারভীন।
১৯৭১- শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল হক খান।
১৯৭১- শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস. এম. এ. রাশীদুল হাসান।
১৯৭১- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সন্তোষচন্দ্র ভট্টাচার্য।
২০১৮- বাংলাদেশি অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেন।

দিবস
শহীদ বুদ্ধিজীবী দিবস।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন